ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মহিলা হকিতে নতুন ইতিহাস, আত্মপ্রকাশ করল জাতীয় দল

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ২৩ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মহিলা হকিতে নতুন ইতিহাস, আত্মপ্রকাশ করল জাতীয় দল

ক্রীড়া প্রতিবেদক : সিংগাপুরে ৯-১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য মহিলা যুব এএইচএফ কাপ হকি প্রতিযোগিতায় অংশ নিবে বাংলাদেশ। সে লক্ষ্যে বাংলাদেশ হকি ফেডারেশন ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে যুব মহিলা হকি প্রশিক্ষণ ক্যাম্প এর প্রথম পর্ব শুরু হয় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। আজ শনিবার ছিল এই ক্যাম্পের সমাপনী।

সমাপনী দিনে বাংলাদেশ জাতীয় মহিলা হকি দলের আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছেন বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবত। এর মধ্য দিয়ে মহিলা হকিতে সৃষ্টি হল নতুন ইতিহাস। গঠিত হল জাতীয় মহিলা হকি দল।

সমাপনী অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান ও বাহফে সভাপতি বলেন, ‘ক্যাম্পে অংশ নেয়া খেলোয়াড়দের ম্যাচ দেখলাম। তাদের স্টামিনা দেখে আমি খুশি। হকিতে মেয়েদের আগমন ভবিষ্যত উজ্জ্বল করবে। এখন থেকে জাতীয় মহিলা দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। গত নভেম্বরে কলকাতা ওরিয়র্স নামে একটি দল এখানে এসে খেলে গেল। আমাদের মেয়েরা সিরিজ জিতে নিল ২-১ এ। তখন থেকেই বাহফে জাতীয় দল গঠনের নিমিত্তে জোরেসোরে কাজ করছে। আজ সেটির বাস্তব রুপ সামনে এল। আগামিতে স্কুল হকিতে ছেলেদের পাশাপাশি মেয়েদের টুর্নামেন্টও করা হবে।’

বাহফে সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বলেন, ‘আগামী সেপ্টেম্বরে এএইচএফ কাপে হয়তো আমরা ভালো কোন ফলাফল দিতে পারব না। তবে জাতীয় দল নিয়ে প্রথমবারের মতো বিদেশি কোন টুর্নামেন্টে খেলতে যাব এটিই তো বড় বিষয়। আমরা শুরু করলাম। এটি ধরে রাখতে চেষ্টা করব। মহিলা দল হল, মহিলা আম্পায়ার হল এবার দরকার মহিলা কোচ। আশা করছি এটিও হয়ে যাবে।’

 



‘দল গঠনের প্রক্রিয়ায় দারুণ উদ্যোগী ক্রীড়া পরিদপ্তরের তারিকুজ্জামান নান্নু, কোচ হেদায়েতুল ইসলাম রাজীব, ক্যাম্পে সারাক্ষন মহিলা দলের সাথে সম্পৃক্ত থাকা পারভীন পুতুল, ফিজিও রাহুল দেবনাথ সকলেরই অবদান জাতীয় মহিলা দল গঠনে। হকির নতুন দিগন্তের সুচনা হল আজ থেকে।’

দল গঠনে প্রধান ভুমিকায় থাকা তারিকুজ্জামান নান্নু বলেন, ‘আমরা চেষ্টা করেছি মহিলা দল গঠনের। বাহফে আমাদের অকৃত্রিম সাহায্য করেছে বিধায় এটির বাস্তব রুপ পরিলক্ষিত হয়েছে। মোট কথা সবার ঐকান্তিক প্রচেষ্টার ফসল এই জাতীয় দল। প্রথম পর্বের ক্যাম্প সমাপ্ত হয়েছে। ৩৫ জন থেকে কিছুটা কাটছাট করে দ্বিতীয় পর্বের জন্য বাকিদের ডাকা হবে। ঐ দলটি নিয়েই সিঙ্গাপুর যেতে চাই এএইচএফ কোয়ালিফিকেশনে।’

বাংলাদেশে ছেলেদের হকি জনপ্রিয় হলেও মেয়েদের হকি চর্চা তেমন ছিল না। সত্তরের দশকে কিছু মেয়ে হকি খেলা শুরু করলেও পরে সেটি সংগঠক ও পৃষ্ঠপোষকতার অভাবে থেমে যায়। বেশ ক’বছর ধরে সেই চর্চা শুরুর তাগিদ দেখা দিলেও বড় পরিসরে তা হচ্ছিল না। অবশেষে শনিবার গঠিত হল জাতীয় দল। এবার সামনে এগিয়ে যাওয়ার পালা।

এএইচএফ কাপে আগেই সিলেক্টেড হয়ে আছে চীন, ভারত, জাপান, কোরিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড। ৩১ মার্চ পর্যন্ত যেসব দেশের নারী হকি দল বাছাইপর্ব খেলতে নাম অন্তর্ভূক্ত করবে তাদের বিপক্ষেই খেলতে হবে বাংলাদেশ জাতীয় নারী হকি দলকে।



রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়