ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আয়ারল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা

রনি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ২৬ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আয়ারল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা

উইলিয়াম পোরটারফিল্ড

ক্রীড়া ডেস্ক : আগামী ৮ মে ইংল্যাডের বিপক্ষে খেলতে নামছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। আসন্ন ম্যাচ উপলক্ষে দল ঘোষণা করেছে আইরিশরা।

 

বিশ্বকাপে বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হওয়ায় প্রথম রাউন্ডেই ছিটকে পরে ইংল্যান্ড। তবে গত টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ উইকেটে জিতে ছন্দে ফিরেছেন দলটি।

 

আয়ারল্যান্ডের হয়ে ১৩ খেলোয়াড় ইতিমধ্যে বিশ্বকাপ খেলেছেন, তারা এবার এই দলে অন্তর্ভুক্ত হয়েছেন। তবে ইনজুরির কারণে অভিজ্ঞ পেসার টিম মারতাগ বিশ্বকাপ খেলতে না পারলেও আসন্ন ম্যাচে দলে অন্তর্ভুক্ত হয়েছেন বলে নিশ্চিত করেন আইরিশ কোচ।

 

এদিকে ৩০ বছর বয়সি উইলিয়াম পোরটারফিল্ড আয়ারল্যান্ডের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে ২০০তম ম্যাচ খেলতে যাচ্ছেন। আয়ারল্যান্ড দল থেকে কিছুদিন দূরে থাকলেও আবার দলে যোগ দিচ্ছেন তিনি।

 

পোরটারফিল্ড বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে আমার জন্য রোমাঞ্চকর মুহূর্ত হবে, কারণ এটা আমার ২০০তম ম্যাচ হতে যাচ্ছে। ডাবলিনে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করার মতো আমার সুখস্মৃতি রয়েছে। যদিও আমরা ওই ম্যাচটি হেরে ছিলাম।’

 

এদিকে আয়ারল্যান্ডের দল নির্বাচক এলান লিওস বলেন, ‘আমরা ১৪ জনের দল ঘোষণা করেছি। ইংল্যান্ড এখন ছন্দে আছে। তাদের বিপক্ষে মাঠে নামাটা কঠিন। টিম মারতাগ ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। আমরা আশাবাদী।’

 

তিনি আরও বলেন, ‘এটা আমাদের জন্য সৌভাগ্য যে পোরটারফিল্ড দলে ফিরেছেন। তিনি অভিজ্ঞ খেলোয়াড়। বোলিংয়ে তার সুইং করানোর ক্ষমতা রয়েছে।’

 

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জিতে আত্মবিশ্বাসে ভরপুর ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল।

 

আর আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সম্ভাব্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। সেই স্কোয়াডের থাকতে পারেন অভিজ্ঞ খেলোয়াড়েরা। 

 

আয়ারল্যান্ড দল : উইলিয়াম পোরটারফিল্ড (অধিনায়ক), এন্ড্রিউ বালবিরনাই, এলেক্স কৌসাস্ক, জিউর্জ ডকরেল,  এড জয়চে,  এন্ড্রিউ ম্যাকব্রাইন, জন মুনি,  টিম মোর্তেজ, টিম মারতাগ, কেভিন ও’ব্রেইন, নাইল ও’ব্রেইন, পল স্টাইরলিং, স্টুয়ার্ট থমসপন,  গ্রে ওইলসন এবং  ক্রেইগ ইয়ং।

 

ইংল্যান্ডের সম্ভাব্য দল : টেইলর (অধিনায়ক), হলস, রয়, ভাইন্স, লেস, বিলিংস, পেটেল, বেইরস্টো, রাসিদ, ওড, টপলে, আনসারি, ফিন, প্লঙ্কেট অথবা রানকিন।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৫/রনি/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়