ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এখনই অবসর নয় : ডি ভিলিয়ার্স

জহুরুল ইসলাম জহির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ১৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এখনই অবসর নয় : ডি ভিলিয়ার্স

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের বিস্ফোরক ব্যাটসম্যানের নাম এবি ডি ভিলিয়ার্স। উইকেটের চারদিকে সমানভাবে রান করতে পারেন বলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাকে ‘মি: ৩৬০ ডিগ্রি’ নামে ডাকা হয়। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে দ্রুততম সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ডি ভিলিয়ার্স। কিছুদিন আগে স্বেচ্ছায় টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন তিনি।

আগামী ফেব্রুয়ারি-মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করবে দক্ষিণ আফ্রিকা। কুনুইয়ের ইনজুরি থেকে এখনও পুরোপুরি ফিট হতে না পারায়, নিউজিল্যান্ড সফরের টেস্ট সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না ডি ভিলিয়ার্স। আর কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা টেস্ট ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন ফাফ ডু প্লেসিসের কাছে। ফলে ক্রিকেট বিশ্বে রীতিমতো গুঞ্জন চলছে অবসরে যাচ্ছেন ডি ভিলিয়ার্স। কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ডি ভিলিয়ার্স বললেন, ‘এখনই অবসর নয়।’

মঙ্গলবার জোহানের্সবার্গে সংবাদমাধ্যমকে দেওয়া এক স্বাক্ষাৎকারে বিষয়টি খোলাসা করেন এবি ডিভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক বলেন, ‘আমি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে থাকতে পারছি না। কারণ আমার নিজেকে প্রস্তুত করতে আরও সময়ের প্রয়োজন। তবে তাদের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলব। আর এটা নিশ্চিত যে, আমি এখনই কোন প্রকার ক্রিকেট থেকে অবসর নিচ্ছিনা।’

ডি ভিলিয়ার্স আগামী ২০১৯ সালের আইসিসি বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান। এই ব্যাপারে ডিভিলিয়ার্স বলেন, ‘আমার বর্তমান লক্ষ্য হচ্ছে আগামী ২০১৯ সালের বিশ্বকাপে খেলা। আমি বিশ্বাস করি ইংল্যান্ডে বিশ্বকাপ ট্রফি আমরাই জিতব।’

উল্লেখ্য ২০১৬ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সময় কুনুইয়ে চোট পান এবি ডি ভিলিয়ার্স। আর সে কারণে দক্ষিণ আফ্রিকার হয়ে শেষ তিনটি টেস্ট সিরিজে খেলতে পারেননি তিনি। ফলে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে তার স্থলাভিষিক্ত করা হয় ফাফ ডু প্লেসিসকে। আর নতুন অধিনায়কের নেতৃত্বে অস্ট্রেলিয়াকে ২-১ এবং শ্রীলংকার বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। আর ফাফ ডু প্লেসিসের এমন গুরুত্বপূর্ণ অবদানের জন্য অধিনায়কত্ব থেকে স্বেচ্ছায় অবসর নেন এবি ডি ভিলিয়ার্স।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৭/জহির/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়