ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খুলনায় স্বামী হত্যায় স্ত্রী-ছেলের যাবজ্জীবন

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ২৭ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় স্বামী হত্যায় স্ত্রী-ছেলের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনার রূপসা উপজেলার দুর্জনীমহল গ্রামে আলতাফ হোসেন মোল্লা নামক এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে স্ত্রী ও ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর আসামি মেয়েকে বেকসুর খালাস দেওয়া হয়।

সোমবার খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম সোলায়মান এ রায় ঘোষণা করেন।

আদালত মামলার রায়ে ছেলে মঞ্জুর আরফিন ও স্ত্রী মমতাজ বেগমকে যাবজ্জীবন কারাদ-, ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ- এবং মেয়ে আফরোজা বেগম মুক্তিকে খালাস দেন।

মামলার বিবরণে জানা গেছে, নিহত আলতাফ হোসেন ছেলের প্রতারণামূলক কাজের বিরোধিতা করতেন। সে এলাকাবাসীদের ধোঁকা দিয়ে জমি বিক্রির নাম করে অর্থ হাতিয়ে নিত। এ অপরাধে বাবা আলতাফ হোসেন সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হবে- মর্মে ছেলেকে কয়েক দফা সতর্ক করে দেন। এতে ক্ষুব্ধ ছেলে মঞ্জুর আরফিন তার মা মমতাজ বেগমের সহযোগিতায় ২০০১ সালের ২৪ মে দুর্জনীমহল গ্রামের বাসভবনে ঘুমন্ত অবস্থায় বাবাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই মোল্লা মোজাফফার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

আসামিপক্ষে মো. আব্দুল লতিফ এবং রাষ্ট্রপক্ষে বিশেষ পিপি আরিফ মাহমুদ লিটন মামলা পরিচালনা করেন।



রাইজিংবিডি/খুলনা/২৭ জুন ২০১৬/মুহাম্মদ নূরুজ্জামান/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়