ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঘরের মাঠে পাকিস্তানের সিরিজ জয়

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ২৪ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘরের মাঠে পাকিস্তানের সিরিজ জয়

ট্রফি হাতে পাকিস্তান দল

ক্রীড়া ডেস্ক : ছয় বছর পর ঘরের মাঠে আয়োজিত জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টি ৫ উইকেটে জিতে নেওয়ার পর রোববার দ্বিতীয় ম্যাচটিও তারা ২ উইকেটে জিতে নেয়।

 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। জিম্বাবুয়ের হয়ে ব্যাট হাতে অবদান রাখেন সিবান্দা (৪৯), মাসাকাদজা (৩৯), উইলিয়ামস (৫৮) ও চিগুম্বুরা (২১)।

 

১৭৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৪ রান সংগ্রহ করেন আহমেদ শেহজাদ ও মুক্তার আহমেদ। দলীয় ৪৪ রানে ভেটোরির বলে আউট হয়ে যান শেহজাদ (১৮)। ৮১ রানে অভিষেক হওয়া নওমান আনোয়ার (১৮) উতসেয়ার শিকারে পরিণত হন। ৯৫ রানে শোয়েব মালিক (৭) রান আউট হন। দলীয় ১১৭ রানে ও ব্যক্তিগত ৬২ রানে সিকান্দার রাজার বলে আউট হন মুক্তার আলী। ১৩০ রানে অধিনায়ক শহীদ আফ্রিদিও (৭) সাজঘরে ফেরেন। এরপর ১৫২ রানে উমর আকমল (৩০), ১৫৫ রানে আনোয়ার আলী (২) ও ১৬১ রানে মোহাম্মদ রিজওয়ান (২) আউট হন।

 

এরপর ইমাদ ওয়াসিম ও বিলাওল ভাট্টি মিলে জয় নিয়ে মাঠ ছাড়েন। বল হাতে জিম্বাবুয়ের এম পফু ও উইলিয়ামস দুটি করে উইকেট নেন।

 

ম্যাচ সেরা ও সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন মুক্তার আলী।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৫/আমিনুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়