ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জাতীয় দলে ব্যর্থ ১০ বিশ্বসেরা ফুটবলার

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ৫ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় দলে ব্যর্থ ১০ বিশ্বসেরা ফুটবলার

কোপা আমেরিকা-২০১৫ এর ফাইনালে চিলির কাছে হেরে যাওয়া আর্জেন্টিনা দল

সাইফুল আহমেদ : পেলে, ম্যারাডোনা সারা বিশ্বে এক নামে পরিচিত। বিশ্বজুড়ে লাখ লাখ ভক্ত রয়েছে তাদের। ফুটবলাঙ্গনে তারা বিশ্বসেরা। বিশ্বব্যাপী পেলে-ম্যারাডোনাদের এত ভক্ত কিংবা কদরের কারণ একটাই- তারা বিশ্বকাপসহ ফুটবলের বিভিন্ন আন্তর্জাতিক আসরে বিশ্ব মাতিয়েছেন। পেলে বিশ্বকাপ জিতেছেন তিনবার- ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে। ম্যারাডোনা বিশ্বকাপ জিতেছেন একবার, ১৯৮৬ সালে।

 

বিশ্বে পেলে, ম্যারাডোনা মানের আর কোনো ফুটবলার যে আসেনি, তা নয়। অনেকেই ক্লাব ফুটবলে পেলে, ম্যারাডোনাদের চেয়েও দুর্দান্ত কিছু অর্জন করে দেখিয়েছেন। তবে আন্তর্জাতিক ফুটবলে দেশের হয়ে বড় কোনো শিরোপ জিততে না পারায় ফুটবলপ্রেমীদের হৃদয়ে ততটা জায়গাজুড়ে স্থান করে নিতে পারেননি তারা। নিজের সময়ে হয়তো মাঠ কাঁপিয়েছেন, তবে কালের প্রবাহে তাদের অনেকের নাম মুছে যাওয়ার উপক্রম।

 

বিশ্বসেরা ছিলেন, অথচ কোনো বড় আন্তর্জাতিক শিরোপা জিততে ব্যর্থ, এমন ১০ জন ফুটবলারের পরিচয় রাইজিংবিডির পাঠকদের জন্য নিচে দেওয়া হলো-

 

১০. মাইকেল বালাক : ৩৮ বছর বয়সী জার্মানের অবসরপ্রাপ্ত ফুটবলার মাইকেল বালাক হয়ত এ যাবৎ কালের দুর্ভাগা খেলোয়াড়দের মধ্যে অন্যতম। খেলোয়াড়ি জীবনে অনেকগুলো বড় আন্তর্জাতিক শিরোপা জয়ের খুব কাছে গিয়েও সফল হননি বালাক ও তার দল। বালাক জার্মানির হয়ে ৯৮ ম্যাচে ৪২ গোল করেছে। ২০০২ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের কাছে ২-০ ব্যবধানে হেরে যায় জার্মানি। ছয় বছর পর ২০০৮ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপাবঞ্চিত হয় বালাকের দেশ।

&nb7iGVTbvRtg3J10BGo51UvTPw4efsjnZUYHdD1JmMhoar5vsvl6+KySNFkpRJIKsZoSSwA05rcZQOCFQcSXpXm1fsWhLmRbtWzcuzEYxDueCzoZ0XqdvqeWMXpXSbvVr0WNwTM4WYR/WlK0YmHfIrNaett+187quXG3b6UOmxlAtds5Mci1uHDZcmZ1/ZKzO+aR57qGFldNy7mFlRMb1stIMfjUA1VsVMLBzeo3fQwce5kXRqLYJbvOg8VB6TC9gZt8/8AXdQxMHslP1ZjwhT/AIlPsmu7D+UUci1vwev2LkuANgiL/wB6F2X2JsV4/wBxe0Ou+3Jy/wBwsGdgM2Xae5ZL6DcBQ/3k2I83ckdNe5agx3Jl24tolQidwh1rEwo3HQ0qVwqBE5kkg/BFCC3goGwkPiop0SKcQosPhIu4DIp0ZEVcqBsZV0RRxlL4IGDnzRqLPIfFTFVuamvaqJuohV74sjDz+hBHBaZFFuOqAgdO9QQ6MtSAJivCqqEyFdNVUKMfFVFiGnBAyMQaKAhByxKgMRfTwRTIxJqyijAI5oGRieWqKZGDVKiYYIAoYYI+XRBRggoxaig5HUobJlqPUuvX6/MYrlQBFzxclWDRkT8oi+tFtAyj5RADRZnysfTr90WPYhJ+qWLGD95ZeiPPPlvu35dM9gyjANIYogOb3CosV/LaxO30vLyrjRN+9GEf7sI/pKFcf+Y5OX1mzZMnFiwKdsi5WrGuXib2EbQ3W5O2q5WN6TC5KEvNUmodZVqt3xJg7FblZrXbubo1q3Jb1krItx2mfHXVStOfKZJcsuSr9QSG0BiqFylIgxBq2qnyrn24epk3iSQLLGRjQgaOvNb+5a9x7cxOmboXy0rh/wBW4d5Hc+i+j68ebva+gWbeJK2RG4HA8xJqtW1xsea6v1DHw9wncBIfiEtjfMeMzfcUpGUcUMTrPQf2rz32OsjiSum5cN+7I3LmgMtB4LlrY7EDfyIRkaE14UCc4a7M7duEBGJcxrqu2xh0eg9VOLdjCR2xfUmg+KvHWVnrl7WfuaPVMYe3unEXuoZDQ9SPmjZhL6pk8+S6MSMcvamP7byzLHicm5IAzv3A9w82W+ZL8pemYmNyZlAsdx8poXXQ+AXYkgganXgpiw7o4x7UroyGEW3Ccy0R4lZvhLHTxvd+Jj3jiYkZZl59oha+gd8gPuWflrl37f8A3L1OAnduR6fakHERWbf+L5hT9sVrxvb+FbIvXzLKvGplc0J7g6n2RrvZeB060fXu28eAqQ4B/wAoWctHAyveuJG96PS8a7m3jQADZE9tAZH4LX1z5XC5D3v1j6jDplkihdpgH/NP5hVMHj+x8Jxe6pkXc6+T9RJh/wCaUj4lTVdO10npuF/7bEtQP6215E9siolSY5ycjhorrOpCTNtAfjWiLplzBt9RtTw78yLWRGVqQGjTBi/zWasj86XLVzpl7J6bIbbti/OzcPL05ELz3xXphmNbnMMHjB2J0JPIutSK9DHpPVrGD69nBv28UfVkizckG57trMtfaI5B/Kzlvlc9QniautI02ci1ZLRAHIgsVebB6/237i24Wf0K5kW8a11G1KMMq67WrxiwJ2g0lGi1cYsO6zYx7GTbGHdjftSsW/3tsiYMoxaX0vxDr5/u58vT665MpuHBccx+lccreABZyy1jNUX+brTKnDvw5rUiaz9Q6jb6dYjOcRcyLv8ABs6O/wCKX7KzqMeLYzvc12ONlXhDGtmMsy9CIG2ANIQA1JNAs93FfYugS6H0TGs9EjCNq0RulCJEYh+e2spnjKS8t6taj1Y9x4kjDGjG3kWwBD0yA0RxlIs/cpcV4T3t1XpHT8iPU+t2Z5GJC5K3giMiZm3tEo251eQEn4rp66j5113+aXVc+3HC6PbHSsKP+nabcf8AKBEfBd5Erx8up5d64bt7KyLlyRO+RuSL/wBitiPf+2f5ae8OsWLXUI5H+3WL43Wbt+c/VmOBjat+b4rnbGn0bpPt33Z7esXMTrHU/wDc+i34ejlC5Cdu5bEqb7ZuGcZN+0Quf2g2Xf5e/wAt8KzC51Hrd15AEC5kWbTv2CBXSdjyvuT2N7chjZGf7U9wWcyOPbldu4F8xN0xhr6Vy3STDhKPitfZmvms5ggEFdVJM5OoB3O7oYXItosoglVtOaEpkZGg5qNafCSmKbGVVFOjP4KGGxLgURTokNqyBgJICNYhNH5ooSW18UAm4NRpyRmq9TzMyMOLy0WwY1CgsfeEFhWAeB+5aC5aqsA56KqKOvw1Sgx4LKC4qAxqEaho0UBR/o6gYNR96KZHQ6aoGjigYNERDr4cEAT0Qcfqrbzp9I/oV6fV8M1x7X8Qd5WuUPv/AFhaRIM51+9SLH0Pq/8A+D2NdLPdr+LsXpnw80+XR90f/iVpnZ7H06fPgo1y6nsP/wDHsb+/P7ePahXkvez/APceT9ekNWbTh2LVXl5u/wDd4LCuff8A6NquddAWuOv3qJT7W5/9XTsVEluf/U04syozXHcvu07PuWFXD6B/QrQbZ1+CVlm6M/8AvWXy9K7u3t6bN/q/s91V4fb8tfhXTNJbfzLf+hp4bqtyXp9esV6Gx6voyb/dGpp6fzddPLDgdRf1Tu9d3/8AmGf/AIVhqMcX2059nydYUF16v6jfss3iylC7Pp7ju26/j3/+Va4aXLZuPfw3rVZH5KfV/i3spFr6X/Lj+F5fSbcP/b/V/i3L1+v4cO3ueu/xLXNv8XjwW+flyrzGT9ZfYz8fq/wsu3KsOTv2H0/V0/Bs3eHqLj7Wq8jmf+/j6n5rWv5z6PH0+HcuMdI997Z274+n+U27R/7Tdu8fU8y6xz7fQcT+HV9KPr4suU+SM3UPV9KTfnNrf/Len/xv5mXWK8KPS/PfvfT4/wDvfUf/APlLor2vQW/LHb+S27h/7F/+Ld5nXOjsH+n9a5gZPXXg2jrUUm746InTDP6uCOdDxro/gqho9Sno7tz/AOj6e7w9byuo6R8E92bv+8us7nf83Lf6m3fw+vbTdz2rzf7nfh9X/lZ+S/M4v5f/ALZ9T8X5j83+e1/0/wAx+7f+6s+3XR+grr+kf7o+r6NP/CvHz8tvy57q/Jf9wdX9T/Y9/wCYDej+b8W9Py/3vkvdzuf/AIR6H2n+RaP5f/sXfR/z/wCc9X//AGPI6vs3Pz/6ZjF7x9D85k+p/svrNb2f7N621v2PS/df5qq+rf6/+krz3RW/3fGb1/48G/KP6uvB/vXT2f1/1/4Y5d73n6X5w/8A2713lv8A9u9Tcz0/Mf6L/rbavqvJ06cvNDhqvO6qn46LpGKbjbd3m2a/6u7b/wAKtZjx/VX/AN6m/qvX+Mz/AOBvwckvwr3HtbZ/t2L6fo7fzH+hv3bm/wBf1PN6n6v4V5ex0M3d+fm3rvtH0bfV14vTauUajqdM3uH/ADDsPr2P4tRYo8v/ADY3flsF/XbdP69vovtGjVXo9KV8yGnw0XpqOh0HZ/umNv8ARb1bb/md3pfVTfsrsXNY/U/Td+4/x32+Ztju3w2/q7eC8jTZf3/lr3/u/wCDP69mz6eP7KD80e+W/wC6MxtrbofxX/VH0PwXq4+Ec3pu/wDN13aS/h7Pm3DmunHylb7n1S71uIznXj4pFCOKBc+CyiDQaqA4orRHh3KLDoaBZUy3oVG2iGvFEaIfcgL8KKo6cdEWgl4/ciFT14olB+Pjqqj/2Q==" alt="" />

৮. অলিভার কান : ফুটবলে বিশ্বসেরা গোলরক্ষকদের মধ্যে অলিভার কান অন্যতম। ২১ বছরের খেলোয়াড়ি জীবনে কান ক্লাব পর্যায়ে ৬৩০ ম্যাচ খেলেছেন। আর জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন ৮৬ বার। ক্লাব ও ব্যক্তিগত পর্যায়ে অনেক ট্রফি ঘরে তুলেছেন কান, তবে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক বড় কোনো টুর্নামেন্টেই শিরোপা জয় করতে পারেননি। ২০০২ বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতে নেন, তবে ফাইনালে ব্রাজিলের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় জার্মানি।

 

১. লিওনেল মেসি : নিঃসন্দেহে বর্তমান সময়ের সেরা খেলোয়াড়। অনেকেই তাকে পেলে, ম্যারোডোনার সঙ্গে তুলনা করে থাকেন। তবে তাদের তুলনা ব্যর্থ হয়ে যায় একটি কারণেই, এখনো পর্যন্ত বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে আর্জেন্টিনার হয়ে শিরোপা জিততে পারেননি তিনি। বড় অভাগাই বলতে হবে তাকে! গেল বিশ্বকাপ ও কোপা আমেরিকা কাপ, দুটো বড় টুর্নামেন্টেই ফাইনালে খেলেছে তার দল আর্জেন্টিনা। তবে শিরোপা জিততে পারেনি একটিতেও। সমসাময়িক অনেক ফুটবলারেরই দাবি, এক সময় মেসিকেই সর্বকালের সেরা ফুটবলার হিসেবে গণ্য করা হবে। তবে তাদের এই দাবি হয়তো ধোপে টিকবে না, যদি মেসি আর্জেন্টিনাকে আন্তর্জাতিক বড় কোনো শিরোপা এনে দিতে না পারেন। এই একটি অপূর্ণতাই হয়তো পেলে, ম্যারোডোনার কাতার থেকে সরিয়ে মেসিকে শেষ পর্যন্ত ক্রুইফ, ইউসেবিওর কাতারে ঠেলে দেবে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ জুলাই ২০১৫/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়