ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইউরোপা লিগে পগবার মুখোমুখি পগবা!

শামীম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ১২ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউরোপা লিগে পগবার মুখোমুখি পগবা!

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্রয়ের দিন আজ ইউরোপা লিগের শেষ-৩২ এর ড্র অনুষ্ঠিত হয়েছে।

 

গত আসরে লিগে ভালো করতে না পারায় চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে থাকতে পারেনি ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব ম্যানইউ।তবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মর্যাদার আরেক লড়াই ইউরোপা লিগে নিজেদের জানান দিয়ে চলছে ক্লাবটি।

 

শেষ-৩২ এ প্রতিপক্ষ হিসেবে হোসে মরিনহোর ম্যানইউ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সেইন্ট ইতিয়েন্নে। ড্র নামক ভাগ্য পরীক্ষায় এবার স্বপ্ন পূরণ হতে চলছে ম্যানইউ শিবিরের সবচেয়ে দামী তারকা পল পগবার। কেননা ইউরোপিয়ান ক্লাব সেইন্ট ইতয়েন্নের জার্সি গায়ে খেলেন তার ভাই ফ্লোরেন্তিন পগবা। ভাইয়ের বিপক্ষে মাঠে নামার স্বপ্ন পূরণ হচ্ছে পগবার। আগামী ১৬ ই ফেব্রুয়ারি প্রথম লেগ এবং ২৩ ফেব্রুয়ারি নকআউট পর্বের দ্বিতীয় লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

 

ইউরোপোয় শেষ-৩২ কে কার প্রতিপক্ষ

 

১. ম্যানচেস্টার ইউনাইটেড বনাম সেইন্ট ইতিয়েন্নে

২. রোমা বনাম ভিয়ারিয়াল

৩. টটেনহাম বনাম জেন্ট

৪. লুদোগোরেটস বনাম এফসি কোপেনহেগেন

৫. বেসিকতাস বনাম হ্যাপোয়েল বিয়ার সেভা

৬. বুরুসিয়া মনশেনগ্লাডবাখ বনাম ফিওরেন্তিনা

৭. রোস্তোভ বনাম স্পার্তা প্রাগ

৮. লেগিয়া ওয়ারশ বনাম আয়াক্স

৯. লিঁওন বনাম এজে আল্কমার

১০. অ্যাথলেতিক বিলবাও বনাম অ্যাপোয়েল

১১. আন্ডারলেখট বনাম জেনিত

১২. আস্ত্রা গিয়ারগিউ বনাম জেঙ্ক

১৩. সেল্টা ভিগো বনাম শাখতার দোনেৎস্ক

১৪. অলিম্পিয়াকোস বনাম ওস্মানলিস্পর

১৫. ফেনেরবাখ বনাম ক্রাসনোদার

১৬. শালকে বনাম পাওক এফসি

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৬/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়