ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রিজার্ভ চুরি

বাংলাদেশ ব্যাংকের অর্থ উদ্ধারে সহযোগিতার আহ্বান

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১০, ২৯ জুলাই ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ ব্যাংকের অর্থ উদ্ধারে সহযোগিতার আহ্বান

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া ৮১ মিলিয়ন ডলার উদ্ধারে সব ধরণের সহযোগিতা করতে ফিলিপাইনের প্রতি অনুরোধ জানিয়েছে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক। ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের জেনারেল কনস্যুল এলমোর ও ক্যাপুলকে এক চিঠিতে অনুরোধ জানিয়েছেন ফেডারেল রিজার্ভের জেনারেল কনস্যুল থমাস ব্যক্সটার।

 

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স ওই চিঠির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চিঠিটি গত ২৩ জুন পাঠানো হয়েছিল।

 

এতে বলা হয়েছে, ‘চুরি যাওয়া অর্থ উদ্ধার ও তা ফেরতে বাংলাদেশ ব্যাংককে সব ধরণের সহযোগিতা করুন।’

 

গত ফেব্রুয়ারিতে ভুয়া নির্দেশনা পাঠিয়ে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকে সরিয়ে নেওয়া হয়। বিষয়টি প্রকাশের পর এ ঘটনার তদন্তে নামে দেশটির সিনেটের দুর্নীতি বিরোধী কমিটি। শুনানি চলাকালে চুরি যাওয়া অর্থের একটি অংশ ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের কাছে ফেরত দেন ক্যাসিনোর জাঙ্কেট অপারেটর কিম অং।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ জুলাই ২০১৬/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়