ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ফুটবলে দলবদলের রেকর্ড

নেছার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ৩১ ডিসেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফুটবলে দলবদলের রেকর্ড

নেছার উদ্দিন : ২০১৪ সালের গ্রীষ্মকালীন দলবদল শেষ হয় ৩ সেপ্টেম্বর। শেষ দিনের বড় চমক ছিল রাদামেল ফ্যালকাওয়ের মোনাকো থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া। কলম্বিয়ান এই স্ট্রাইকার এক বছরের জন্য ধারে খেলবেন লুইস ফন গালের দলে।

তা ছাড়া মৌসুমের শুরু থেকেই ব্রাজিল বিশ্বকাপে চমক দেখানো খেলোয়াড়দের পেতে মরিয়া ছিল বিশ্বের নামিদামি ক্লাবগুলো। তারই ধারাবাহিকতায় যারা রেকর্ড বইয়ে নিজেদের স্থান করে নিয়েছেন তাদের নিয়ে আলোকপাত করা হলো-

লুইস সুয়ারেজ: ২০১৪-১৫ দলবদলের বাজারে রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন সুয়ারেজ। কাতালান জায়ান্টরা লিভারপুলের তারকা স্ট্রাইকারকে দলে ভেড়াতে খরচ করেছে ৮৮ মিলিয়ন ইউরো। ট্রান্সফার ইতিহাসে এটা ৩ নম্বরে জায়গা করে নিয়েছে। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে এটাই সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড।

হামেস রদ্রিগেজ: ৮০ মিলিয়ন ইউরোতে মোনাকো থেকে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ।  ট্রান্সফারের রেকর্ড হিসেবে এটা ৫ নাম্বারে। এবারের দলবদলের পারিশ্রমিকের রেকর্ডে রদ্রিগেজ রয়েছেন দ্বিতীয় স্থানে।

১.             লুইস সুয়ারেজ          লিভারপুল            বার্সেলোনা        ৮৮ মিলিয়ন
২.            হামেস রদ্রিগেজ         মোনাকো             রিয়াল মাদ্রিদ     ৮০ মিলিয়ন
৩.            অ্যাঙ্গেল ডি মারিয়া     রিয়াল মাদ্রিদ         ম্যানইউ          ৭৫ মিলিয়ন
৪.            ডেভিড লুইজ            চেলসি                 পিএসজি          ৪৯.৫ মিলিয়ন
৫.            মানগালা                 পোর্তো                ম্যানসিটি          ৪৪.৫ মিলিয়ন
৬.            দিয়েগো কস্তা            অ্যাট. মাদ্রিদ         চেলসি             ৪৪ মিলিয়ন
৭.            অ্যালেক্সিস সানচেজ    বার্সেলোনা            আর্সেনাল         ৪০ মিলিয়ন
৮.            লুক শ                    সাউদাম্পটন           ম্যানইউ          ৩৭.৮ মিলিয়ন
৯.            অ্যান্ডার হেরেরা         অ্যাট. বিলবাও       ম্যানইউ           ৩৬.৫ মিলিয়ন
১০.          সেস ফ্যাব্রিগাস           বার্সেলোনা           চেলসি             ৩৬ মিলিয়ন

এদিকে, ইউরোপের ফুটবল ক্লাবগুলো দল বদলে নতুন রেকর্ড গড়েছে। যারা ব্যয় করেছে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার। যা গত মৌসুমে ছিল ২.০২ বিলিয়ন মার্কিন ডলার।

খরচ করার দিক থেকে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড।

এই বছর দুহাত ভরে খরচ করেছে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। তারা সর্বাধিক ৪৩ শতাংশের বেশি অর্থ ব্যয় করেছে। পরের অবস্থানে রয়েছে স্প্যানিশ ক্লাবগুলো। যাদের অর্থ ব্যয়ের পরিমাণ ২৫ শতাংশেরও বেশি। দল বদলের বাজারে জার্মানির ক্লাবগুলোর যোগান ১০ শতাংশ।


 

রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৪/নেছার/খাদেমুল/নওশের

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়