ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বেড়েছে সবজির দাম

মিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৮, ২৬ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেড়েছে সবজির দাম

নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সব ধরনের সবজির দাম বেড়েছে। সপ্তাহের ব্যবধানে সবজি কেজিপ্রতি  ৫ থেকে ১২ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে।

 

শুক্রবার রাজধানীর জিগাতলা ও নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে এমনটাই দেখা গেছে।

 

খুচরা বিক্রেতারা জানিয়েছেন, বাজারে সব ধরনের সবজির সরবরাহ রয়েছে। তারপরও পাইকারি দাম বেশি ধরায় কেজিপ্রতি ৫ থেকে ১২ টাকা বেশি নিতে হচ্ছে।

 

নিউমার্কেট বাজারের ব্যবসায়ীরা জানান, কেজিপ্রতি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা ৭০ টাকা।

 

নিউমার্কেট বাজারের বিক্রেতা ইমাম খান জানান, সবজির দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বেড়েছে। সব ধরনের সবজিই গত সপ্তাহের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে।

 

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৫৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৪৫ টাকা, বেগুন ১০ টাকা বেড়ে হয়েছে ৫৫ টাকা, গাজর ৬০ টাকা, পেঁপে ২০ টাকা, ঢেড়স ৪৫ টাকা, কচুর লতি ৪০ টাকা, ঝিঙা ৪০ টাকা, চিচিঙ্গা ৪০, মিষ্টি কুমড়া প্রতি ফালি ২০ টাকা, পটল ৪০ টাকা। এ ছাড়া প্রতি পিস লাউ ৪৫ টাকা, চালকুমড়া ২৫ টাকা, বাধাকপি ২২ টাকা, পুঁইশাক ২০ টাকা আঁটি, কলমি শাক ৫ টাকা আঁটি এবং কাঁচকলা ২০ টাকা হালি বিক্রি হচ্ছে।

 

এ ছাড়া শাপলা প্রতি আঁটি বিক্রি হচ্ছে ৫ টাকা, কেজিপ্রতি আলু বিক্রি হচ্ছে ২২ থেকে ২৫ টাকা। প্রতি হালি ফার্মের মুরগির ডিমের দাম ৩৫, দেশি মুরগি ও হাঁসের ডিম ৪০ টাকা হালি বিক্রি হচ্ছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ আগস্ট ২০১৬/মিথুন/এসএন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়