ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বৈদেশিক ঋণ ২ লাখ ৭২৬৫ কোটি টাকা

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ৩ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৈদেশিক ঋণ ২ লাখ ৭২৬৫ কোটি টাকা

সংসদ প্রতিবেদক : ২০১৪-১৫ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত বৈদেশিক ঋণ প্রায় ২ লাখ ৭ হাজার ২৬৫ কোটি টাকা এবং এ ঋণের সুদ বাবদ প্রায় ১ হাজার ৪১৯ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলে দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশনের তৃতীয় কার্যদিবসে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রীর পক্ষে সংসদকে এ জানান অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান।  

 

বর্তমানে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ কত এবং ওই ঋণ বাবদ বাংলাদেশ সরকারকে প্রতিবছর কত টাকা সুদ পরিশোধ করতে হয়- এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০১৪-১৫ অর্থবছরের ৩০ জুন তারিখে বাংলাদেশের বৈদেশিক ঋণের স্থিতির পরিমাণ ২৫ হাজার ৯০৮ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ প্রায় ২ লাখ ৭ হাজার ২৬৫ কোটি টাকা। এই অর্থবছরে ঋণের সুদ বাবদ ১৮২ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ প্রায় ১ হাজার ৪১৯ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

 

বিগত অর্থবছরে ভ্যাট ও শুল্ক বাবদ পাওনা অর্থ বকেয়া আছে কি না এবং থাকলে এর পরিমাণ কত- শওকত চৌধুরীর আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, ভ্যাট বাবদ বকেয়ার পরিমাণ ৩২ কোটি ১৮ লাখ ১৭ হাজার ৩৩ টাকা এবং শুল্ক বাবদ ৬৬৫ কোটি ৮১ লাখ ৮৩ হাজার ৮৮২ টাকা।

 

সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নূরজাহান বেগমের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ ১৬৯ মার্কিন ডলার সমপরিমাণ প্রায় ১৩ হাজার ১৬০ টাকা।

 

তিনি বলেন, উন্নয়ন সহযোগী সংস্থা বা দেশ অনুযায়ী বৈদেশিক ঋণের স্থিতির পরিমাণের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)’র কাছে প্রায় ৬১ হাজার ৮৫০ কোটি টাকা, চীনের কাছে প্রায় ৭ হাজার ৩৫৬ কোটি টাকা, আইডিএ’র (বিশ্বব্যাংক) কাছে ১ লাখ ২ হাজার ৩৪৩ কোটি টাকা, আইডিবি’র (ইসলামিক ডেভলোপমেন্ট ব্যাংক) ৩ হাজার ৩৫৮ কোটি টাকা, ডেনমার্কের কাছে ৮৬৯ কোটি টাকা, জাপানের কাছে ১৯ হাজার ৩৭৬ কোটি টাকা, ভারতের কাছে ১ হাজার ৬৫৭ কোটি টাকা, দক্ষিণ কোরিয়ার কাছে ২ হাজার ৭৯১ কোটি টাকা, কুয়েতের কাছে ১ হাজার ৭৫ কোটি টাকা, ইফাদের কাছে ২ হাজার ৯৩৫ কোটি টাকা এবং অন্যান্য ক্ষেত্রে প্রায় ৩ হাজার ৬৫০ কোটি টাকা ঋণী বাংলাদেশ।


 

রাইজিংবিডি/ঢাকা/৩ সেপ্টেম্বর ২০১৫/এনআর/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়