ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাজশাহী বিভাগে পরিবহণ ধর্মঘট স্থগিত

একে আজাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ২৪ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহী বিভাগে পরিবহণ ধর্মঘট স্থগিত

ফাইল ফটো

বগুড়া প্রতিনিধি : রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট স্থগিত করা হয়েছে।

 

রোববার সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান সোমবার বিকেল ৩টায় শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।

 

এ কারণে সোমবার বিকেল ৩টা পর্যন্ত পরিবহণ ধর্মঘট স্থগিত করা হয়েছে। ওই বৈঠকে ফলপ্রসু আলোচনা হলে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হবে। অন্যথায় সোমবার বিকেল থেকেই কর্মসুচি শুরু হবে।

 

প্রসঙ্গত, শনিবার বিকেলে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ মন্ডল এই পরিবহন ধর্মঘট কর্মসূচি ঘোষণা দেন।

 

রাজধানীর তিতুমীর কলেজ ছাত্রলীগ নেতা-কর্মী কর্তৃক মহাখালীতে শাহ ফতেহ আলী পরিবহণের বাস ভাঙচুর। মধুখালিতে সোহাগ পরিবহণে ডাকাতির ঘটনায় পুলিশ কর্তৃক চালক ও হেলপারকে আটক। এবং নির্যাতন করার প্রতিবাদসহ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে  পরিবহণ শ্রমিকদের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল।


 

 

 

রাইজিংবিডি/বগুড়া/২৪ মে ২০১৫/একে আজাদ/রণজিৎ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়