ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শুধু ভুল ধরা নয়, সাফল্যের খবরও দিন : তথ্যমন্ত্রী

শফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ২৬ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুধু ভুল ধরা নয়, সাফল্যের খবরও দিন : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের প্রতি আহ্বান জনিয়ে বলেছেন, ‘খুঁজে খুঁজে শুধু সরকার ও রাষ্ট্রযন্ত্রের ভুল বের করবেন না, সাফল্যের খবরও জনগণের কাছে পৌঁছে দিন ।’

 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির দুই দশক পূর্তি উপলক্ষে সংগঠনটির কার্যালয় প্রাঙ্গনে মঙ্গলবার রাতে আয়োজিত ফ্যামিলি নাইট অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

 

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশকে কল্যাণ, শান্তি আর প্রগতির পথে এগিয়ে নিতে ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাসের ঊর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠভাবে কলম ধরতে হবে সাংবাদিকদের।ব্যক্তিগত জীবনে সব মানুষের মতো একজন সাংবাদিকেরও রাজনৈতিক বিশ্বাস থাকাটাই স্বাভাবিক। কিন্তু পেশাগত জীবনে সাংবাদিকের কলম হতে হবে বস্তুনিষ্ঠ। এখানেই সাংবাদিকতা পেশার উৎকর্ষ ।’

 

ডিআরইউকে সাংবাদিকদের একটি সফল সংগঠন হিসেবে অভিহিত করেন হাসানুল হক ইনু। এ সময় তিনি সাংবাদিক পথিক সাহা, শফিকুল কবীর, জাকারিয়া মিলন, আবুল বাশার, গিয়াসউদ্দিন, আরিফ রহমান, দীনেশ দাস, খবিরউদ্দিন, বিভাস, সাগর, রুনী ও হোসাইন জাকিরসহ প্রয়াত বরেণ্য সাংবদিকদের স্মরণ করেন।

 

ডিআরইউ সভাপতি সাখাওয়াৎ হোসেন বাদশাসহ সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান ও ব্রিগেডিয়ার জেনালেল (অব.) হান্নান শাহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

 

তথ্যমন্ত্রী বলেন, ‘ভারসাম্য রক্ষা বা একপাল্লায় মাপার কৌশলের কারণে সাদা আর কালোকে এক করা, ভালো আর মন্দকে এক করা, মুক্তিযোদ্ধা আর রাজাকারকে এক করা, উন্নয়ন আর আগুন সন্ত্রাসকে এক করা হচ্ছে বস্তুনিষ্ঠতার বরখেলাপ।’

 

তথ্যমন্ত্রী পুরনো দিনের কথা স্মরণ করে বলেন, ‘যখন আমি মন্ত্রী ছিলাম না, তখনও আমি ডিআরইউতে এসেছি, আপনাদের সঙ্গে মেশার সুযোগ হয়েছে। সেজন্যও আপনাদের অশেষ ধন্যবাদ।’

 

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী ফকির আলমগীর, আসিফ আকবর, এসআই টুটুল ও মনির খান প্রমুখ ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৫/শফিক/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়