ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিসিটিআইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

অহ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ১ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিসিটিআইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাংস্কৃতিক প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) তৃতীয় বছরে পা রাখল আজ।

 

দুই বছর আগের এইদিনে (মঙ্গলবার) ‘সাংস্কৃতিক অগ্রযাত্রায় নবতরঙ্গ’ প্রতিপাদ্যকে সামনে রেখে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল ১০টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানের মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী।

 

সকাল সাড়ে ৯টায় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানমালার। এরপর সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিটিআইয়ের কোর্স পরিচালক এবং বিশিষ্ট নাট্যজন ম. হামিদ। এরপর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির তিনজন শিক্ষার্থী।

 

অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় দুপুর সাড়ে ১২টায় প্রথম বাঙালি চলচ্চিত্রকার হীরালাল সেনের ওপর নির্মিত তথ্যচিত্রের প্রদর্শনীর মাধ্যমে। এরপর দুপুর ১টায় মধ্যাহ্নভোজের বিরতির পর দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিসিটিআই শিক্ষার্থীদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ নভেম্বর ২০১৬/অহ/বকুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়