ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিলেটে স্কলার্সহোম স্কুল ভবনে ফাটল

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৩, ২৭ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে স্কলার্সহোম স্কুল ভবনে ফাটল

স্কুল ভবনের সামনে অভিভাবকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেটে স্কলার্সহোম স্কুলের পাঠানটুলাস্থ ক্যাম্পাসে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পের ফলে এই ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ করে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন অভিভাবকরা।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ মঙ্গলবার স্কুল ছুটি ঘোষণা করেছে।

 

স্কুল কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পের কারণে নয়, নির্মাণ ত্রুটির কারণে ফাটল দেখা দিয়েছে। স্কলার্সহোমের এ ক্যাম্পাসটি ১১ তলা ভবনে অবস্থিত।

 

শাকির হোসেন নামে এক অভিভাবক জানান, সোমবার সকালে শিক্ষার্থীরা স্কুলে এসে স্কলার্সহোমের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলার ক্লাসরুমের দেয়ালে ফাটল দেখতে পেয়ে নিজ নিজ অভিভাবকদের জানায়। পরে অভিভাবকরা স্কুলে এসে বিক্ষোভ করেন।

 

স্কুল ভবনটির নির্মাণ প্রকৌশলী মাতাসিন আলী বলেন, ‘এটা ভূমিকম্পের ফাটল নয়। এ ফাটল আগেই ছিল। মেরামত না হওয়ায় ফাটলটা ভূমিকম্পে একটু বড় হয়েছে। অতিদ্রুত তা মেরামত করা হবে।’

 

স্কলার্সহোম স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী বলেন, ‘বিল্ডিং কোড মেনেই স্কুল ভবনটি নির্মাণ করা হয়েছে। নির্মাণ ত্রুটির কারণে ফাটল দেখা দিয়েছে। ফাটল মেরামত করার জন্য মঙ্গলবার স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে।’

 

 

 

 

রাইজিংবিডি/সিলেট/২৭ এপ্রিল ২০১৫/রফিকুল ইসলাম কামাল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়