ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘খুলনার বিপক্ষে চাপে থাকবে ঢাকা’

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৩, ৫ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘খুলনার বিপক্ষে চাপে থাকবে ঢাকা’

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলের পর্দা নামার অপেক্ষা শেষ হচ্ছে আর কিছুদিন পরই। আর মাত্র চারটি ম্যাচ। এরপরই চার-ছক্কার এ টুর্নামেন্টকে বিদায় বলতে হবে।

 

আগামী ৯ ডিসেম্বর বিপিএলের ফাইনাল। সেরার দৌড়ে এগিয়ে সাকিবের ঢাকা, তামিমের চিটাগং। পিছিয়ে রাখা যাবে না মাহমুদউল্লাহর খুলনা ও ড্যারেন স্যামির রাজশাহীকে।

 

প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ঢাকা ও খুলনা। আগামী ৬ ডিসেম্বর খুলনা ও ঢাকার প্রথম প্লে’অফ ম্যাচ সন্ধ্যায়। বিজয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। পরাজিত দল ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাবে। দ্বিতীয় প্লে’অফে জিতলেই তারা টিকেট পাবে ফাইনালের।

 

১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ঢাকা বিপিএলের প্রথম পর্বে মাত্র ৪টি ম্যাচ হেরেছে। দুটি রাজশাহী কিংস ও দুটি খুলনা টাইটান্সের বিপক্ষে। ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন মনে করেন খুলনার বিপক্ষে দুটি ম্যাচই হারায় প্লে’অফে তার দল মনস্তত্ত্বিক দিক থেকে চাপে থাকবে। প্রথম পর্বের শেষ ম্যাচ খেলে সংবাদ সম্মেলনে সুজন বলেন, ‘আমরা দুটি ম্যাচই ওদের বিপক্ষে হেরেছি। মনস্তত্ত্বিক দিক থেকে চিন্তা করলে আমরা চাপে থাকব খুলনার বিপক্ষে। শীর্ষে থাকায় আমাদের দুটি সুযোগ আছে। আমরা প্লে’অফে হেরে গেলেও পরবর্তীতে সুযোগ থাকবে।’

 

সুজন আরো বলেন,‘আমরা ভালো দল। ব্যালেন্স একটা দিক আছে। তবে আমাদেরকে ভালো খেলতে হবে। মাঠে গিয়ে যদি ক্রিকেটাররা ভালো করতে না পারে তাহলে ভালো কোনো ফল পাওয়া যাবে না।’

 

ঢাকা ডায়নামাইটসের স্কোয়াডের বিচারে পিছিয়ে রাখতে হবে খুলনাকে। কিন্তু প্রথম পর্বে দুই মুখোমুখিতে ঢাকাকে হারিয়ে চমকে দিয়েছে খুলনা। শক্তিশালী স্কোয়াড নিয়েও মাহমুদউল্লাহকে হারাতে পারেনি সাকিব। কাগজে-কলমে শক্তিশালী হয়েও মাঠে পারফর্ম করতে না পারায় হারতে হয়েছে ঢাকাকে। 

 

প্রতিপক্ষ খুলনাকে নিয়ে জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক বলেন,‘খুলনা দল হিসেবে সহজ এ কথা বলা যাবে না। এ দলটিকে মাহমুদউল্লাহ নেতৃত্ব দিচ্ছে। সে দারুণ ফর্মে আছে। দারুণ একটা দলকেও নেতৃত্ব দিচ্ছে। দলে ভালো মানের খেলোয়াড় আছে যারা ম্যাচ জেতাতে পারে।’ 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ ডিসেম্বর ২০১৬/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়