ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, মুখ খুললেন ভূমি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ২৯ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৭:১৬, ২৯ ডিসেম্বর ২০২২
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, মুখ খুললেন ভূমি

বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকার। সামাজিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমায়ই বেশি অভিনয় করেছেন। আবার একাধিক কাজে সাহসী দৃশ্যেও পর্দায় হাজির হয়েছেন ভূমি। যা নিয়ে জোর চর্চা হয়েছে বিটাউনে। এর মধ্যে অন্যতম হলো— ‘লাস্ট স্টোরিজ’ সিনেমাটি। এই সিরিজের একাধিক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে ব্যাপক আলোচনায় উঠে আসেন এই অভিনেত্রী।

অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, দিবাকর ব্যানার্জি ও করন জোহর পরিচালিত চারটি স্বল্পদের্ঘ্য চলচ্চিত্রের সিরিজ এটি। ভূমি এই সিরিজে পরিচারিকার চরিত্রে অভিনয় করেন। আর ওই বাড়ির মালিকের সঙ্গে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। এতে আরো অভিনয় করেন নীল ভূপালাম। কিন্তু এসব অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা মোটেও সহজ ছিল না। বলিউড হাঙ্গামার সঙ্গে আলাপকালে এমনটাই জানান ভূমি।

আরো পড়ুন:

‘লাস্ট স্টোরিজ’-এর দৃশ্যে ভূমি পেডনেকার

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে ভূমি পেডনেকার বলেন—‘‘লাস্ট স্টোরিজ’-এর শুটিংয়ের সময়ে আমি নার্ভাস ছিলাম। আমার দম বন্ধ হয়ে আসছিল। ওই সময়ে কোনো সমন্বকারীও পাশে ছিল না। কিন্তু জোয়া আখতার বিষয়টি বুঝতে পেরে আমাকে ও নীলকে আলাদা ঘরে নিয়ে গিয়ে বিষয়টি সহজ করে দেয়।’’

পরিচালকের সঙ্গে আলাপ করার পরও অস্বস্তি হচ্ছিল ভূমির। তা উল্লেখ করে এ অভিনেত্রী বলেন— ‘তারপরও আমি নার্ভাস ছিলাম। কারণ লোক ভর্তি ঘরে যতটা বিবস্ত্র হওয়া যায়, আমি তা হয়েছিলাম। এসময় নিজের সুরক্ষার জন্য সামান্য কাপড় ছিল। তবু নীল ও আমাকে মুখোমুখি বসতে হয়েছিল। আর আমরা নিজেদের মাঝে একটি সীমানা তৈরি করে নিয়েছিলাম।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়