ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শান্তিরক্ষা বাহিনীর ঘাঁটিতে হামলা

সুদানে নিহত মাসুদের বাড়িতে শোকের মাতম 

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ১৫ ডিসেম্বর ২০২৫  
সুদানে নিহত মাসুদের বাড়িতে শোকের মাতম 

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নাটোরের লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের বোয়ালিয়া পাড়া গ্রামের বাসিন্দা কর্পোরাল মো. মাসুদ রানা। তার বাড়িতে এখন শোকের মাতম চলছে।

শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর আনুমানিক ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেজে হামলা করা হয়। বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন ব্যবহার করে এ হামলা চালায়। এতে সেখানে দায়িত্ব পালনরত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন এবং অন্তত আটজন আহত হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত কর্পোরাল মো. মাসুদ রানা বোয়ালিয়া পাড়া গ্রামের সাহার উদ্দিনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তিনি ২০০৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। তার দুই ভাইও সেনাবাহিনীর সদস্য—মেজো ভাই মনিরুল ইসলাম ২০১২ সালে এবং ছোট ভাই রনি আলম ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। শান্তিরক্ষা মিশনে যাওয়ার আগে শহীদ মাসুদ রানা যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।
মাসুদের মৃত্যুর খবরে লালপুর উপজেলার আরবাব ইউনিয়নসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন ও এলাকাবাসী গভীর শোক ও বেদনায় মুহ্যমান।

লালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, “সুদানে নিহত মাসুদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে। দ্রুত এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”

ঢাকা/আরিফুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়