ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্লকেড প্রত্যাহার, শাহবাগে যান চলাচল স্বাভাবিক 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ১৫ ডিসেম্বর ২০২৫  
ব্লকেড প্রত্যাহার, শাহবাগে যান চলাচল স্বাভাবিক 

ব্লকেড প্রত্যাহারের ঘোষণা দেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার না হওয়া এবং ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড প্রত্যাহার করে নিয়েছে জাতীয় ছাত্রশক্তি।এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় শাহবাগ মোড়ে ব্লকেড প্রত্যাহারের ঘোষণা দেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান।

তিনি বলেন, “কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত একটি সর্বদলীয় প্রতিবাদ সমাবেশ আছে। সেই সমাবেশে আমরা একাত্মতা পোষণ করে সংহতি জানিয়ে আজকে এই মুহূর্তে এই শাহবাগ ব্লকেড কর্মসূচিকে সমাপ্ত ঘোষণা করছি।”

তিনি বলেন, “আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, তাই আমাদের কোনো কর্মসূচি থাকবে না। তবে পরের দিন ১৭ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করা হবে।”

ঢাকা/রায়হান/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়