অসুস্থ হয়ে হাসপাতালে মোদির মা
অসুস্থ হয়ে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। তাকে আহমদাবাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
হীরাবেনের বয়স ৯৯ বছর। তার পর তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে।
গত জুনে ৯৯ বছরে পা দিয়েছেন হীরাবেন। মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। বুধবার সকালে তাকে দেখতে হাসপাতালে গেছেন গুজরাট বিজেপির একাধিক নেতা। বয়সজনিত অসুস্থতার কারণেই হাসপাতালে ভর্তি করাতে হয়েছে প্রধানমন্ত্রীর মাকে। আহমদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অব কার্ডিয়োলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি রয়েছেন হীরাবেন।
হাসপাতাল কর্তৃপক্ষ বুধবার এক বিবৃতে বলেছে, প্রধানমন্ত্রীর মায়ের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
মায়ের সঙ্গে প্রায়ই দেখা করতে যান প্রধানমন্ত্রী মোদি। তাদের একাধিক ছবি সমাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে রয়েছে। গত জুন মাসে মায়ের ৯৯ তম জন্মদিনেও দেখা করতে গিয়েছিলেন মোদি।
ঢাকা/শাহেদ