ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইফার অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাদল, সেক্রেটারি হাবেজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ৩০ ডিসেম্বর ২০২২  
ইফার অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাদল, সেক্রেটারি হাবেজ

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সমন্বয় বিভাগের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদারকে সভাপতি এবং ইসলামী পুস্তক প্রকাশনা কার্যক্রমের প্রকল্প পরিচালক মো. হাবেজ আহমেদকে সাধারণ সম্পাদক করে ইসলামিক ফাউন্ডেশনের ৫৫ সদস্য বিশিষ্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে ইফার প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত সংস্থাটির কেন্দ্রীয় সমন্বয় সভা ও বার্ষিক সম্মেলন শেষে কর্মকর্তাদের জরুরি সভায় নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

সভায় আগারগাঁওস্থ প্রধান কার্যালয়, দেশের ৮টি বিভাগীয় কার্যালয় এবং ৬৪টি জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সমিতির সভাপতি ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ইসলামিক ফাউন্ডেশনের সবাই মিলে আমাদের ওপর যে আস্থা রেখেছেন, যে পবিত্র দায়িত্ব দিয়েছেন, সততার সঙ্গে কাজ করে আমরা তাদের প্রতিদান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সবাই একসঙ্গে কাজ করে ইসলামিক ফাউন্ডেশনের ভাবমূর্তি উজ্জ্বল করব।

দায়িত্ব পালনে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়