ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইস্টার্ন হাউজিংয়ের লভ্যাংশ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১৮, ১৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০৮:৩৭, ১৬ সেপ্টেম্বর ২০২০
ইস্টার্ন হাউজিংয়ের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন হাউজিং লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২০ সালের সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ পরিশোধ করা হবে।

কোম্পানি থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, কোম্পানির পর্ষদ সমাপ্ত হিসাব বছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে আলোচ্য লভ্যাংশ ঘোষণা করে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১২ পয়সা। এ সময় শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬২ টাকা ৪৭ পয়সা। কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামি ৮ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামি ৫ নভেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

পুঁজিবাজারে ১৯৯৪ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি ২০১৯ সালের সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

ঢাকা/এনএফ/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়