ঈদের নাটক হেডফোন
রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম
হেডফোন নাটকের দৃশ্য
রাহাত সাইফুল : সম্প্রতি তৈরি হয়েছে ঈদের নাটক হেডফোন। নাটকটি পরিচালনা করেছেন সুলতান মাহমুদ সোহাগ ও অ্যান্থনি তুষার। আইল্যান্ড ইন্টারন্যাশনালের প্রযোজিত নাটকটি রচনা করেছেন রাকিব হাসান।
নাটকটিতে অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, ঈশানা, সাব্বির আহমেদ, দোলন দে, তারেক মাহমুদ, রাকিব হাসান, রাশেদ আনিস প্রমুখ।
হেডফোন নাটকের গল্পে দেখা যাবে তন্ময় হেডফোন ব্যবহার পছন্দ করে না। যার কাছেই হেডফোন দেখে, তার উপরই ঝাপিয়ে পড়ে এবং একটা ঝামেলা বাধিয়ে ফেলে। বিত্তবান বাবার কাছে প্রায় প্রতিদিনই কোন না কোন ফোন আসে তার ছেলের পাগলামির জন্য। সেটা কখনো থানা আবার কখনো বিশ্ববিদ্যালেয় শিক্ষকের কাছ থেকে। আদিনা তার সম্পের্ক জানার চেষ্টা করে। একটা পর্যায় তন্ময়কে স্বাভাবিক করে তোলার দায়িত্ব নেয় সে। তন্ময় ধীরে ধীরে স্বাভাবিক হয়। আদিনা তাকে বোঝাতে সক্ষম হয় হেডফোনের গুরুত্ব। আবার তন্ময় এও বুঝতে পারে শুধু অসচেতনতার কারণেই সবসময় সবখানে হেডফোন ব্যবহার।
নাটকটির নির্মাতা সুলতান মাহমুদ রাইজিংবিডিকে বলেন, ‘সম্প্রতি রাজধানীর উত্তরায় এর দৃশ্যায়নের কাজ শেষ করেছি। ঈদে যেকোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে এটি সম্প্রচার হবে। এক ঘন্টার এ নাটকটি দেখে দর্শক আনন্দ পাবেন বলে প্রত্যাশা করছি।’
রাহাত সাইফুল/ঢাকা/২৪ এপ্রিল ২০১৫/রাহাত/রাশেদ শাওন
রাইজিংবিডি.কম