ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এনবিআর চেয়ারম্যানের শুদ্ধাচার পুরস্কার গ্রহণ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ১৮ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৬:৪১, ১৮ সেপ্টেম্বর ২০২০
এনবিআর চেয়ারম্যানের শুদ্ধাচার পুরস্কার গ্রহণ

শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। 

মন্ত্রী পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের কাছ থেকে এই পুরস্কার নেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু'মেন রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চত করে বলেন, শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০২০ এর জন্য সিনিয়র সচিব ও সচিবদের মধ্য হতে সিনিয়র সচিব হিসেবে আবু হেনা মো. রহমাতুল মুনিমকে নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার তিনি পুরস্কার গ্রহণ করেছেন।

সৈয়দ এ মু'মেন বলেন, পুরস্কার গ্রহণ করে এনবিআর চেয়ারম্যান সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গত ২ জুলাই শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০২০ এর জন্য এনবিআর চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়। 

এম এ রহমান/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়