ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কবে অবসরে যাবেন ফিঞ্চ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৩, ১৯ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কবে অবসরে যাবেন ফিঞ্চ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে লম্বা সময় ধরে মাঠের বাইরে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। আর এই বিরতিতে নিজের ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন অজি ওয়ানডে দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কিন্তু কবে অবসরে যাবেন ফিঞ্চ?

বুধবার অস্ট্রেলিয়ার একটি রেডিওকে সেই ভাবনা সম্পর্কে জানান ৩৩ বছর বয়সী এই ওপেনার। ওজি ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক জানিয়েছেন, ভারতের মাটিতে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল দিয়ে জাতীয় দলকে বিদায় বলতে চান তিনি।

নিজের অবসর ভাবনা নিয়ে ফিঞ্চ বলেন, ‘ভারতে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল হবে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দিন। এটাই আমার লক্ষ্য এবং আমি আমার সিদ্ধান্তে অনড়।’

করোনার জন্য পাওয়া এই অনাকাঙ্খিত বিরতিতে এই সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে ফিঞ্চ আরও যোগ করেন, ‘কিছুদিন আগে থেকেই এটা আমার মাথায় ছিল, বিরতির সময়ে বিষয়টা নিশ্চিত করে ফেলি। বিশ্বকাপের সময় আমার বয়স ৩৬ বছর হয়ে যাবে। এর মাঝে অবশ্য আমার ফর্ম, চোটের বিষয়ও থাকছে।’

করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরুর দিকে ক্রিকেট নিয়ে কোনো প্রকার তাড়না অনুভব করেননি ফিঞ্চ। আর তখনই এই ক্রিকেটার নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে শুরু করেন। তবে একমাস পর থেকে বুঝতে পারেন, আবার মাঠে ফিরতে উদগ্রীব তিনি।

ফিঞ্চের ভাষ্যে, ‘সত্যিকার অর্থে, ওটা ছিল আমার জন্য অ্যালার্মিং। ভাবলাম, তাহলে কি আমি ক্যারিয়ারের শেষের দিকে চলে এসেছি। তবে করোনা শুরু হওয়ার ৩২তম দিনে সেই পুরনো তাড়না বোধ করি এবং বুঝতে পারি মাঠে ফিরতে আমার তর সইছে না।’

এই অনাকাঙ্খিত বিরতি অনেকের জন্যই দুসংবাদ নিয়ে এসেছে। তবে যারা টানা খেলার মধ্যে থাকে, তাদের জন্য এই বিরতি খুব প্রয়োজন ছিল জানিয়ে ফিঞ্চ আরও যোগ করেন, ‘এই বিরতি অনেক মানুষের জন্য ছিল ভীষণ কঠিন; তবে অ্যাথলেটদের জন্য, বিশেষ করে যারা বিরতিহীন ভ্রমণ করে এবং বছরে ১০-১১ মাস খেলে তাদের জন্য এটা ছিল মানসিকভাবে সতেজ হওয়ার সুযোগ।’

ফিঞ্চের সামনে আগামী তিন বছরে তিনটি বিশ্বকাপের আসর। অজি অধিনায়ক প্রত্যেকটি শিরোপা জেতার আশা করছেন। আর সে জন্য ছক কষাও শুরু করেছেন বলে কিছুদিন আগে জানিয়েছেন। শেষ পর্যন্ত নিজের অবসর কী শিরোপা জিতে রাঙাতে পারেন কিনা ফিঞ্চ, সেই উত্তরের অপেক্ষায় থাকবে ক্রিকেটবিশ্ব।

ঢাকা/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়