ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কলহ লেগেই ছিল নিহত দম্পতির: পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ২৮ আগস্ট ২০২০   আপডেট: ১৬:২২, ৩০ আগস্ট ২০২০
কলহ লেগেই ছিল নিহত দম্পতির: পুলিশ

পারিবারিক কলহ ছিল আজমত আলী (৪৫) ও ফারজানা বেগমের (৩০) সংসারে।  এ কারণে আজমত প্রথমে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, পরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। 

এর আগে শুক্রবার (২৮ আগস্ট) নাখালপাড়ায় উন্নয়ন সংস্থা আশার অফিস থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

বিকেলে তেজগাঁও থানার এসআই মো. নিজামউদ্দিন রাইজিংবিডিকে বলেন, পারিবারিক কলহের কারণেই এ ঘটনা ঘটতে পারে।  নিহতের ছেলে বাদি হয়ে মামলা করেছেন।  তদন্তের পরই ঘটনার নেপথ্যে আরও তথ্য জানা যাবে। 

স্বজনদের সঙ্গে আলাপে জানা গেছে, আশার তেজগাঁও ব্র্যাঞ্চে অফিস সহকারী হিসেবে কাজ করতেন ফারজানা।  আজমত আলী মাছ ব্যবসায়ী ছিলেন।  দুজনের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। 

আজমত আলী ও ফারজানা বেগমের ছেলে রিফাত রাইজিংবিডিকে বলেন, ‘মা আলাদা থাকতে চাইতেন। এ কারণে বাবা একটু সন্দেহ করতেন।  আগে আমাদের দুই-তিন বার ফেলে রেখে চলে যান।  গতকাল রাতে আমরা মা-বাবাকে বলি তোমরা অশান্তি করো না। এর আগেও বাবা-মায়ের কলহ মেটাতে চেষ্টা করি।’

প্রসঙ্গত, শুক্রবার (২৮ আগস্ট) সকালে নাখালপাড়ায় উন্নয়ন সংস্থা আশার অফিস থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

পড়ুন : তেজগাঁওয়ে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

মাকসুদ/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়