কারিনা কাপুর ধর্মান্তরিত হয়নি : সাইফ
মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম
সাইফ আলী খান ও কারিনা কাপুর
বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে বিশ্ব হিন্দু পরিষদের পত্রিকার ‘লাভ জিহাদ’ সংখ্যায় কভার গার্ল করায় বিতর্কের ঝড় ওঠে। পত্রিকাটির কভার ছবিতে কারিনার মুখের অর্ধেক অংশে সিঁথিতে সিঁদুর, লাল বড় টিপ আর বাকি অর্ধেক অংশ কালো রঙে ঢেকে কারিনাকে বোরকা পরিয়ে উপস্থাপন করে বিতর্ক সৃষ্টি করা হয়েছে।
হিন্দুধর্মালম্বী হয়ে মুসলিম অভিনেতাকে বিয়ে করা এবং নামের শেষে ওই অভিনেতার নাম নেওয়ার জন্য বলিউডে সম্প্রতি বেশ কয়েকজন অভিনেতার স্ত্রীদের প্রতি প্রতীকী প্রতিবাদস্বরূপ কারিনার এই ছবিটি প্রকাশ করে বিশ্ব হিন্দু পরিষদ।
এ বিষয়ে এবার মুখ খুলেছেন কারিনা স্বামী সাইফ আলী খান। বিয়ের পর কারিনার ধর্মান্তরকে গুজব বলে উড়িয়ে দেওয়ার পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
একটি জনপ্রিয় দৈনিক সংবাদপত্রে সাইফের যে বিবৃতি প্রকাশিত হয়েছে, তা অনুযায়ী, অভিনেতার দাবি, বিয়ের পরেও কারিনা ধর্মান্তর হননি। এ ছাড়া তিনি অনুরোধ জানিয়ে বলেন, ‘কোনো ধর্মীয় বিতর্কে দয়া করে কারিনার নাম জড়াবেন না। বরং চলচ্চিত্র জগতে অসামান্য অবদান ও নারীদের অধিকারের জন্য যে কাজ কারিনা করছে, তার জন্য আমাদের ওকে সম্মান জানানো উচিত।’
কারিনা কাপুরকে আধুনিক শক্তিশালী নারীদের প্রতীক হিসেবে মন্তব্য করে সাইফ বিশ্ব হিন্দু পরিষদের দিকে আঙুল তোলেন। তিনি বলেন, বিশ্ব হিন্দু পরিষদকে গুরুত্ব দেওয়ার বদলে তাদের চরিত্র, জ্ঞান এবং বুদ্ধি নিয়ে প্রশ্ন তোলা উচিত।
রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৫/ফিরোজ/টিপু/বকুল
রাইজিংবিডি.কম