ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কৃষক সেজে সাজাপ্রাপ্ত আসামি ধরল পুলিশ

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ৩১ ডিসেম্বর ২০২২   আপডেট: ২১:০৫, ৩১ ডিসেম্বর ২০২২
কৃষক সেজে সাজাপ্রাপ্ত আসামি ধরল পুলিশ

কৃষক সেজে মো. মাসুদ মিয়া নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ ডিসেম্বর) উপজেলার চানগাও ইউনিয়নের শাহপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাসুদ মিয়া শাহপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ মিয়ার বিরুদ্ধে ২০২১ সালের জুন মাসে নিয়মিত মাদক মামলা হয়। ওই মামলায় আদালত তাকে ৬ মাসের সাজা প্রদান করে ২০২২ সালের ১৯ ডিসেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সাজা হওয়ার পর থেকে মাসুদ মিয়া হাওরের মধ্যে বসবাস শুরু করেন।

খবর পেয়ে মদন থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ফরাজী শনিবার সকালে কৃষক সেজে ওই হাওরে কাজে যান। কিছুক্ষণ কৃষি কাজ করার পর মাসুদ মিয়াকে গ্রেপ্তার করেন। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামি মাসুদ মিয়া হাওরে বসবাস করছে খবর পেয়ে পুলিশ কৃষক সেজে কাজে গিয়ে তাকে গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

সেতু/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়