ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জীবনের ‘কঠিনতম অধ্যায়’ প্রসঙ্গে মুখ খুললেন ওয়ার্ন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ১২ জানুয়ারি ২০২২  
জীবনের ‘কঠিনতম অধ্যায়’ প্রসঙ্গে মুখ খুললেন ওয়ার্ন

অনেকের মতে সর্বকালের সেরা লিগস্পিনার শেন ওয়ার্ন। বিশ্ব ক্রিকেটে অন্যতম জনপ্রিয় ও পরিচিত মুখ। কিন্তু জনপ্রিয়তারও অন্ধকার দিক আছে, যা ওয়ার্ন বয়ে বেড়াচ্ছেন অবসরের পরও।

ফক্স ক্রিকেটের সঙ্গে সাক্ষাৎকারে নিজের জীবনের ‘কঠিনতম অধ্যায়’ সম্পর্কে মুখ খুললেন অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি। একই সঙ্গে জানালেন, পাপারাজ্জিদের কারণে ব্যক্তিগত জীবন বলে কিছু ছিল না তার। বহু বিতর্কের জীবনে স্ত্রী সিমোনে ক্যালাহানের সঙ্গে বিবাহ বিচ্ছেদকে ‘কঠিনতম’ মুহূর্ত বললেন ৭০৮ উইকেটের মালিক।

২০০৫ সালে ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজের কয়েক দিন আগে ক্যালাহান ও ওয়ার্নের বিচ্ছেদ হয়। অথচ স্ত্রীর সঙ্গে তিন সন্তান জ্যাকসন, ব্রুক ও সামারকে নিয়ে ইংল্যান্ডে সিরিজ পার করার পরিকল্পনা ছিল তার।

ওয়ার্ন বলেছেন, ‘বিবাহ বিচ্ছেদ হওয়া আমার জীবনে ও আমার সন্তানদের জন্য ছিল সবচেয়ে কঠিন সময়। আর এটা ছিল আমার দোষ, বাকি জীবন এটি বয়ে বেড়াতে হবে আমাকে।’

অ্যাশেজ সিরিজ শুরুর এক সপ্তাহ আগে এই ঝড় বয়ে যায় ওয়ার্নের জীবনে, ‘অ্যাশেজ সিরিজের এক সপ্তাহ আগে এটি ঘটেছিল এভং তারপর নিজেকে ওখান থেকে বেরিয়ে এসে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে খেলতে হয়েছিল। প্রতিদিন বার্মি আর্মিরা গান গাইত, তোমার স্ত্রী কোথায়?’

তবে বাচ্চাদের জন্য দুশ্চিন্তা হচ্ছিল বেশি, ‘আমার বাচ্চাদের জন্য বসে বসে দুশ্চিন্তা করতাম, অ্যাশেজ সিরিজে তাদের সঙ্গে তিন মাস কাটানোর পরিকল্পনা ছিল। কিন্তু আমার নিজের কাজের কারণে তারা দেশে ফেরার বিমান ধরল।’

তিনি আরো যোগ করেন, ‘আমি অনেক বিধ্বস্ত ছিলাম এবং এটাই ছিল আমার জীবনের কঠিনতম অধ্যায়।’

এই কঠিনতম অধ্যায়ের প্রভাব তাৎক্ষণিকভাবে তার পারফরম্যান্সে দেখা যায়নি। ওই অ্যাশেজের পাঁচ ম্যাচে ৪০ উইকেট নেন তিনি এবং ব্যাট হাতে করেছিলেন ২৪৯ রান।   

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়