ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জোরাজুরি না করে অপেক্ষার সুফল পেলেন সৌম্য

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ২৫ জুলাই ২০২১   আপডেট: ২৩:২০, ২৫ জুলাই ২০২১
জোরাজুরি না করে অপেক্ষার সুফল পেলেন সৌম্য

শুধুমাত্র টি-টোয়েন্টি খেলতে আফ্রিকার দক্ষিণের দেশ জিম্বাবুয়েতে গিয়েছিলেন সৌম্য সরকার। নিজের কাজে শতভাগ সফল এই পেস অলরাউন্ডার। তিন ম্যাচে দুটি হাফ সেঞ্চুরিসহ ব্যাট হাতে ১২৬ রান ও বল হাতে ৩ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে সৌম্যর হাতে উঠেছে সিরিজ সেরার পুরস্কার।

নিজের কাজ শতভাগ নিবেদন দিয়ে করায় সৌম্য দারুণ খুশি, ‘সিরিজ সেরা খেলোয়াড় হয়েছি, দেশের বাইরে প্রথম। এজন্য ভালো লাগছে। ভালো খেলেছি, এটাই সবচেয়ে বড় কথা। পজিশন নিয়ে আমি চিন্তা করিনি। চেষ্টা ছিল যখন সুযোগ পাব যেন নিজের সেরাটা দিতে পারি, তাহলেই আমার জন্য খুব ভালো হবে। ওটাই মাথায় ছিল সবসময়।’

১৯৪ রানের লক্ষ্যে ৬৮ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেছেন সৌম্য। তাতে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কারও। তবে ইনিংসের শুরুতে রান পেতে সংগ্রাম করতে হয়েছিল তাকে। ব্যাটে টাইমিং মেলাতে পারেননি। বল যাচ্ছিল ফিল্ডারদের কাছে। ডট বলে বাড়ছিল চাপ। তবে তালগোল পাকিয়ে উইকেট ছুঁড়ে না এসে অপেক্ষা করেছেন। থিতু হয়ে খেলেছেন শট। তাতে বেড়েছে আত্মবিশ্বাস।

মাহমুদউল্লাহর সঙ্গে তার ৩৫ বলে ৬৩ রানের জুটি বাংলাদেশকে নিয়ে যায় কাঙ্খিত কক্ষপথে। সৌম্য ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে খেলেছেন ক্যারিয়ার সেরা ৬৮ রানের ইনিংস। নিজের ইনিংস নিয়ে সৌম্যর ব্যাখ্যা, ‘নতুন বলে কিছুটা বৈচিত্র ছিল। তখন চিন্তা করেছি, এখন জোরাজুরি না করে অপেক্ষা করি। একটা ওভারে বড় রান করতে পারলে ছন্দ আমাদের দিকে আসবে। এটার জন্য অপেক্ষা করছিলাম। আর প্রত্যেক ওভারে একটা করে বাউন্ডারি মারার জন্য অপেক্ষা করছিলাম।’

সৌম্যর সিরিজের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে অসাধারণ এক ক্যাচ ধরে শুরুতেই আলো কাড়েন। এরপর বল হাতে উইকেট এবং ব্যাট হাতে রান করেন। মাঝে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিষ্প্রভ হয়ে থাকলেও আজ শেষ ম্যাচে এক ওভারে জোড়া উইকেট নেন। পরবর্তীতে ব্যাট হাতে ম্যাচজয়ী ইনিংস খেলেন।

পুরো সিরিজের পারফরম্যান্স নিয়ে তার ব্যাখ্যা, ‘ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব সময়ই করা হয়। এত ভালোভাবে কখনো সুযোগ পাওয়া হয়নি। ফিল্ডিংটা সব সময় চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়া জন্য। আর বোলিংয়ে যে কয় ওভারই পেয়েছি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা ছিল।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ