ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয়ার হাতে আনন্দলোক পুরস্কার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ১৯ মে ২০২২   আপডেট: ১১:৫১, ১৯ মে ২০২২
জয়ার হাতে আনন্দলোক পুরস্কার

মাস দুয়েকের ব্যবধানে ‘বিনি সুতোয়’ সিনেমার জন্য ফের সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া আহসান। আর এই সম্মাননা দিয়েছে বাংলা ভাষার জনপ্রিয় সাময়িকী আনন্দলোক। বুধবার (১৮ মে) কলকাতার একটি পাঁচতারা হোটেলে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সশরীরে উপস্থিত হয়ে এই সম্মাননা স্মরক গ্রহণ করেন জয়া আহসান।

অনুভূতি ব্যক্ত করে জয়া আহসান বলেন, ‘‘বিনি সুতোয়’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর আনন্দলোক পুরস্কার হাতে এলো। দীর্ঘ ১০ বছর পর আবার টলিপাড়ার আনন্দ লোকে পুরস্কারের পসরা সাজালো আনন্দলোক। আমার কাছে এই পুরস্কার অনেক দিক থেকে ভীষণ স্পেশাল।’’

আরো পড়ুন:

‘বিনি সুতোয়’ সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার অতনু ঘোষ। এ সিনেমার গল্পের বিষয়বস্তু স্মরণ করে জয়া বলেন, ‘‘অতনু ঘোষের ‘বিনি সুতোয়’ আসলে স্বপ্ন দেখতে শেখায়, ইচ্ছেমতোন বাঁচার সমীকরণ জানিয়ে যায়। শ্রাবণীর পরতে পরতে স্বপ্নের সেই বুনন। ধন্যবাদ বড় ছোট কথা অতনুদা, এমনি করেই বার বার আলো করে রেখো আমাদের।’’

আনন্দলোক কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন জয়া আহসান। তিনি বলেন, ‘শ্রাবণীর ইচ্ছেমতো বাঁচার কাহিনি ঘিরেই আমায় সেরা অভিনেত্রী নির্বাচন করেছেন আনন্দলোক কর্তৃপক্ষ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। সামনের যাত্রাপথ স্বপ্নময় হোক।’

উল্লেখ্য, এ চলচ্চিত্রের জন্য মাস দুয়েক আগে জয়া আহসান অর্জন করেন জিও ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনয়শিল্পীর সম্মাননা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়