ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দন্তচিকিৎসক বুলবুল হত্যায় রিপনের দোষ স্বীকার

নিজস্ব প্রতিবেদক   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১১, ১৬ জুন ২০২২   আপডেট: ২১:২৪, ১৬ জুন ২০২২
দন্তচিকিৎসক বুলবুল হত্যায় রিপনের দোষ স্বীকার

দন্তচিকিৎসক আহমেদ মাহি বুলবুলকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মো. রিপন। বৃহস্পতিবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয় বলে আদালত সূত্রে জানা যায়।

এর আগে, বুধবার (১৫ জুন) ঝালকাঠি জেলার নলছিটি এলাকা থেকে রিপনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, মিরপুরের শেওড়াপাড়ার একটি বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন চিকিৎসক বুলবুল। রাজধানীর মগবাজারে রংপুর ডেন্টাল নামে একটি ডেন্টাল ক্লিনিকের মালিক তিনি। এছাড়া সাব কন্ট্রাক্টর হিসেবেও কাজ করতেন।

গত ২৭ মার্চ তিনি নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়া এলাকায় তাকে রাস্তায় ছুরিকাঘাত অবস্থায় পড়ে থাকতে দেখে একজন রিকশাচালক ও পথচারী মিলে উদ্ধার করে স্থানীয় আল হেলাল হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী শাম্মী আক্তার অজ্ঞাতনামা তিনজনকে আসামিকে করে মামলা করেন।

মামুন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়