দ্রুতই ফিরে আসার প্রত্যয় তাসকিনের
পরাগ || রাইজিংবিডি.কম
শিগগির বাংলাদেশের হয়ে আবার বল করতে চান তাসকিন আহমেদ
ক্রীড়া প্রতিবেদক : হঠাৎ এক ঝড়ে এলোমেলো হয়ে গেছে সব কিছু। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই টুর্নামেন্ট শেষ হয়ে গেছে তাসকিন আহমেদের।
বাংলাদেশ দল ভারতে থাকতেই তাই একাই দেশে ফিরতে হয়েছে তাসকিনকে। কলকাতা থেকে শুক্রবার সকালে ঢাকায় ফিরেছেন তিনি। দেশে ফিরে তাসকিন সাংবাদিকদের জানালেন, বোলিং অ্যাকশন শুধরে দ্রুতই আবার মাঠে ফিরতে চান তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বে গত ৯ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে তাসকিনের বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছিল। অবশ্য প্রথমপর্বের বাকি দুটি ম্যাচ খেলেই ১৫ মার্চ চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের দিতে গিয়েছিলেন তিনি। পরীক্ষা দিয়ে ফিরে সুপার টেনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচও খেলেছিলেন।
কিন্তু বড় দুঃসংবাদ আসে ১৯ মার্চ। আইসিসি জানিয়ে দেয়, তাসকিনের কিছু কিছু ডেলিভারি অবৈধ। আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়ে যায় তার বোলিং। পরে অবশ্য ফল পুনর্বিবেচনা করতে আবেদনও করেছিলেন তাসকিন। কিন্তু শেষমেশ গত বুধবার আগের সিদ্ধান্তই বহাল রাখে আইসিসির জুডিশিয়াল কমিশনার। তাসকিনের বিশ্বকাপও তাই শেষ হয়ে যায়।
তবে যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর ভেবে লাভ নেই। ভাবছেন না তাসকিনও। দেশে ফিরে তিনি সাংবাদিকদের বললেন, ‘যেটা হয়ে গিয়েছে সেটা হয়েই গেছে। এখন একটাই লক্ষ্য, সামনে যখন আমি পরীক্ষা দেব ভালোমতো পরীক্ষাটা দিয়ে ভালোমতো খেলায় ফিরে আসব। আপনাদের দোয়া থাকলে আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন যাতে পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারি।’
দুঃসময়ে দেশবাসী ও বিসিবির সমর্থন পেয়ে নিজেকে গর্বিত মনে করছেন তাসকিন, ‘দেশবাসী যে পরিমাণ সমর্থন দিচ্ছে, যে পরিমাণ ভালোবাসা দেখলাম আর বিসিবি যেভাবে আমাকে সমর্থন দিচ্ছে, এ জন্য বাংলাদেশ টিমের একজন ক্রিকেটার হতে পেরে আমি গর্বিত।’
চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষার সময় ল্যাবের অভিজ্ঞতা নিয়ে তাসকিন বলেন, ‘ওখানে অনেকগুলো ক্যামেরা ছিল, সাধারনত যে রকম হয়। সবার যেমন হয় তেমনই হয়েছে। বাবা-মা’র সাথে সব সময় কথা হয়। ওনারা মানসিকভাবে সব সময় সমর্থন দিচ্ছে। তাদের মুখে হাসি ফিরিয়ে আনব ইনশাআল্লাহ।’
ভারতের কাছে বাংলাদেশের ১ রানের হারটা একা হোটেলে বসেই দেখতে হয়েছে তাসকিনকে। এমন হারে অন্য সবার মতো তিনিও অনেক কষ্ট পেয়েছেন, ‘খুবই কষ্ট পেয়েছি আসলে। সবাই-ই পেয়েছে। এমনকি খুব খারাপ লাগছিল, সবাই খেলছিল আমি হোটেলে একা একা খেলা দেখছিলাম। শেষে যখন হারলাম সবার মতো আমিও খুবই কষ্ট পেয়েছি।’
বাংলাদেশ যে টি-টোয়েন্টিতেও উন্নতি করছে এটাকেই বড় করে দেখতে চান তাসকিন, ‘সবচেয়ে বড় জিনিশ ভালো ক্রিকেট খেলছি, উন্নতি করছি। এটুকু চিন্তা করলে হয়, টি-টোয়েন্টিতে কেমন ছিলাম এখন কেমন করছি। সামনে আরো ভালো করব, জিততে থাকব।’
রাইজিংবিডি/ঢাকা/২৫ মার্চ ২০১৬/পরাগ
রাইজিংবিডি.কম