ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরীমনির ছবি নিয়ে গুজব

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ৩১ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরীমনির ছবি নিয়ে গুজব

পরীমনি

রাহাত সাইফুল : বিভিন্ন সময়ের স্মৃতি ধরে রাখতে অনেকেই অনেকের সঙ্গে ছবি তুলে থাকেন। শোবিজ অঙ্গনের তারকারাও এর ব্যতিক্রম নয়। শোবিজ অঙ্গনের তারকাদের সঙ্গেও পরিচিত-অপরিচিতজন ছবি তুলে থাকেন। আর এ সুযোগে অনেকেই এসব ছবি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে থাকেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। এমন গুজবের কারণে বিব্রতকর পরিস্থির মুখোমুখি হয়েছেন সময়ের ব্যস্ততম চিত্রনায়িকা পরীমনি।

৩১ জানুয়ারি, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কিছু স্থিরচিত্র প্রকাশিত হয়েছে। প্রকাশিত স্থিরচিত্রের ক্যাপশনে লেখা হয় স্বামীর সঙ্গে পরীমনি। তারপর এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।  

এ প্রসঙ্গে পরীমনি রাইজিংবিডেকে বলেন, ‘যার সাথে আমার ছবিটি প্রকাশ করা হয়েছে। ওনি আমার কাজিন। ওনার স্ত্রীও রয়েছেন। এ ধরনের খবর ওনিও জানেন না। কেউ ইচ্ছে করেই আমার নামে বদনাম ছড়াচ্ছে।’

তিনি আরো বলেন, ‘ছোটবেলা থেকে তাকে দেখে আসছি। তার সাথে ছবি তুলতেই পারি। তার মানে এই নয় যে, তার সাথে আমার অন্য কোনো সর্ম্পক রয়েছে। ছবি তুললেই আমার জামাই হবে এটা কেমন কথা? কতজনের সঙ্গেই তো ছবি তুলি, তারা সবাই কী আমার জামাই? কি এমন ছবি যে জামাই মনে হবে।’

অনিক আব্রাহাম নামে একটি ফেসবুক আইডি থেকে আজ ৩১ জানুয়ারি, সকালে পরীমনির কিছু ছবি শেয়ার করা হয়। অনিক দাবি করেন, পরী তার বন্ধু ইসমাইলের স্ত্রী। তিনি ছবিগুলো শেয়ার করে লিখেন, ‘আমার বন্ধু ইসমাইল আর তার স্ত্রী স্মৃতিমনি যে আজ বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি, এক সময় ভোলা সদরেই থাকত তার জামাই বাড়িতে। তারপর তার নেশা গেল অর্থ আর লোভ লালসার দিকে। যার জন্য আমার সহজ সরল বন্ধুকে ত্যাগ করতেও দ্বিধাবোধ করল না। যাইহোক ছবিগুলো দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল। তাই সবার সাথে একটু শেয়ার করলাম।`

পরীমনি অভিনীত পুড়ে যায় মন সিনেমাটি গত ২৯ জানুয়ারি, সারা দেশে মুক্তি পেয়েছে। অপূর্ব রানা পরিচালিত এ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক।


রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৬/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়