ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুকুর পাড়ে গ্রেনেড কুড়িয়ে পেল শিশু

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ২৮ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৯:১৩, ২৮ ডিসেম্বর ২০২২
পুকুর পাড়ে গ্রেনেড কুড়িয়ে পেল শিশু

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে পুকুরপাড় থেকে একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার পাঁচগাতিয়া গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট হবিগঞ্জে এসে গ্রেনেডটির বিস্ফোরণ ঘটিয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় পাঁচগাতিয়া গ্রামের মাওলানা সুরত আলীর পুকুর পাড়ে একটি শিশু খেলা করছিল। সে সময় শিশুটি একটি জং ধরা গ্রেনেড দেখতে পায়। থানায় খবর দেওয়া হলে এসআই অজিত কুমার তালুকদারসহ পুলিশ সদস্যরা গিয়ে গ্রেনেডটি নিয়ে আসেন।’

চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার তালুকদার বলেন, ‘ধারণা করা হচ্ছে, গ্রেনেডটি পাকিস্তান আমলের। মাটির নিচে চাপা পড়েছিল। মাটি ধসে যাওয়ায় এটি বের হয়ে এসেছে।’

মামুন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়