ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্রিমিয়ার ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২০, ২ ডিসেম্বর ২০২১  
প্রিমিয়ার ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার প্রিমিয়ার ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন-২০২১ হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী।

সম্মেলনে ব্যাংকটির সব শাখা পরিচালক, জোনাল হেড এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা বক্তব্য রাখেন।

বক্তারা ২০২১ সালের ব্যাংকের ব্যবসায়িক কর্মক্ষমতা পর্যালোচনা এবং ২০২২ সালের লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক ব্যবসায় উন্নয়নের কলাকৌশল এবং চ্যালেঞ্জের ওপর গুরুত্বারোপ করেন।

ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী করোনার বাধা-বিপত্তি পেরিয়ে ২০২১ সালে ব্যাংকের সামগ্রিক বৃদ্ধি ও উন্নয়নে ব্যাংকের শাখা পরিচালক এবং জোনাল প্রধানদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘সাফল্যের এই প্রবণতা ২০২২ সালে ব্যাংকিং খাতে নিজেদের অবস্থানকে আরও সমৃদ্ধ করবে। সে জন্য প্রত্যেককে পেশাদারিত্বের জায়গা থেকে আরও জোরালো ভূমিকা রাখতে হবে।’

২০২২ সালে প্রিমিয়ার ব্যাংককে দেশের অন্যতম সেরা ব্যাংকের তালিকায় নিয়ে যেতে করোনা পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা এবং সার্বিক বাণিজ্যিক অগ্রগতি পর্যালোচনা করে পরিকল্পিত ব্যবসা ও নতুন নতুন ব্যবসায়িক পণ্য প্রচলন করতে কর্মকর্তাদের আহ্বান জানান তিনি।

/এনএইচ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়