ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

বইমেলায় হারুন পাশার নতুন উপন্যাস ‘বদলে যাওয়া ভূমি’

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ২৩ মার্চ ২০২১  
বইমেলায় হারুন পাশার নতুন উপন্যাস ‘বদলে যাওয়া ভূমি’

বইমেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক হারুন পাশার তৃতীয় উপন্যাস ‘বদলে যাওয়া ভূমি’। বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। পাওয়া যাবে সোহরাওয়ার্দী প্রাঙ্গণে বইমেলার ৫ নম্বর প্যাভিলিয়নে।

‘বদলে যাওয়া ভূমি’ প্রসঙ্গে হারুন পাশা বলেন, ‘করোনা মহামারি কেন্দ্রে রেখে দেশ-বহির্বিশ্বের বদলে যাওয়া সমাজ, অর্থনীতি, রাজনীতি, প্রকৃতি, মানুষের সম্পর্ক নির্মাণের চেষ্টা করেছি। এ উপন্যাস সামষ্টিক জীবনের আখ্যান। চরিত্র কেবল নিজ দেশ নয়, বাইরের দেশের অর্থনীতি, রাজনীতি নিয়েও কথা বলেছে। এ উপন্যাসের ভূমি বহির্বিশ্বেরও।’

হারুন পাশা ১৯৯০ সালের ১০ নভেম্বর জন্মগ্রহণ করেছেন রংপুর জেলার কাউনিয়া উপজেলার তালুক শাহাবাজ গ্রামে। শৈশব-কৈশোর কেটেছে তিস্তা নদীর তীর ঘেঁষা গ্রাম তালুকশাহাবাজে। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

হারুন পাশার আরো দুটি উপন্যাস ‘তিস্তা’ (২০১৭), ‘চাকরিনামা’ (২০১৮) পাওয়া যাবে অনিন্দ্য প্রকাশে। তিনি কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার-২০১৮ এবং শওকত ওসমান সাহিত্য পুরস্কার-২০১৯ পেয়েছেন।

‘বদলে যাওয়া ভূমি’র মূল্য ৫০০ টাকা। পৃষ্ঠা ২৭২।
 

ঢাকা/তারা

আরো পড়ুন  



সর্বশেষ