ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ দেখছেন না স্মিথ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ৩০ অক্টোবর ২০২০  
বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ দেখছেন না স্মিথ

আইপিএল খেলতে বর্তমানে আমিরাতে অবস্থান করছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের তারকা ক্রিকেটার স্টিভেন স্মিথ। অজি এই সাবেক অধিনায়ক চলতি বছর আইপিএলে খেললেও নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ খেলার কোনো সুযোগই দেখছেন না।

চলতি আইপিএল শেষ হলেই নিজ দেশে ফিরে যাবে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। সেখান জাতীয় দলের হয়ে ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে লড়বে অজিরা। আর তাই লম্বা সময় থাকতে হবে জৈব সুরক্ষা বলয়ে। সবমিলিয়ে তাই বিগ ব্যাশ লিগের এবারের আসরে নিজের খেলার সম্ভাবনা দেখছেন না তিনি।

জৈব সুরক্ষা বলয়ে দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে। যা ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটাচ্ছে। আর তাই বলয় থেকে বেরিয়ে কেউ পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চাইলে সেটা বিবেচনা করা উচিত বলে মনে করেন স্মিথ। বিগ ব্যাশে খেলার সম্ভাবনা নিয়ে নিউজ ক্রপকে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান বলেন, ‘সত্যি বলতে কোনো সুযোগ দেখছি না এবার।’

তিনি আরও যোগ করেন, ‘জৈব সুরক্ষা বলয় কেবল শুরুর দিকে। আমরা জানি না এটি কত দিন স্থায়ী হবে। সেখানে (বিগ ব্যাশ লিগ) একটি অনিশ্চয়তা রয়েছে। সবার মানসিক অবস্থা যেন ভালো থাকে, তা নিশ্চিত করার জন্য কোচ, ম্যানেজার, সংশ্লিষ্ট যে কারো সঙ্গে খোলামেলা আলোচনা হওয়া উচিত।’

স্মিথের পদাঙ্ক অনুসরণ করতে পারেন ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরাও। স্টার্ক আইপিএল না খেললেও নিজ দেশে শেফিল্ড শিল্ডে মাঠ কাঁপাচ্ছেন। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার সম্প্রচার স্বত্ব নেওয়া সেভেন ও ফক্সটেল শেষ দিকে হলেও তারকা ক্রিকেটারদের বিগ ব্যাশ লিগে পেতে মরিয়া। তবে শেষ পর্যন্ত কতটা কী সম্ভব হয় তাই দেখার। এবারের বিগ ব্যাশ লিগ আগামী ৩ ডিসেম্বর থেকে মাঠে গড়ানোর কথা রয়েছে।

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়