ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বেঙ্গালুরুর জার্সিতে বোল্টকে দেখে কোহলিদের উচ্ছ্বাস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ৮ এপ্রিল ২০২১  
বেঙ্গালুরুর জার্সিতে বোল্টকে দেখে কোহলিদের উচ্ছ্বাস

সর্বকালের সেরা স্প্রিন্টার উসাইন বোল্ট শুধু ফুটবল নয়, ক্রিকেট অনুরাগীও। আসন্ন ১৪তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়েও বেশ উচ্ছ্বাস তার মধ্যে দেখা যাচ্ছে। সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে একটি ছবি টুইটারে পোস্ট করেন তিনি। যাতে সাড়া দিয়েছেন ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক বিরাট কোহলি ও তাদের সবচেয়ে সফল বিদেশি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।

২০১৭ সালে লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়নশিপসে জীবনে শেষবার ট্র্যাকে নেমে ১০০ মিটারে ব্রোঞ্জ জেতেন বোল্ট। আটবারের অলিম্পিক স্বর্ণজয়ী বেঙ্গালুরুকে সমর্থন জানিয়ে টুইট করেছেন, ‘চ্যালেঞ্জার্স, একটা কথা তোমাদের জানাতে চাই, আমি এখনও বিশ্বের দ্রুততম বিড়াল।’

টুইটটিতে কোহলি ও ডি ভিলিয়ার্সকে ট্যাগ করেন সাবেক জ্যামাইকান স্প্রিন্টার। তা নজর এড়ায়নি ভারত অধিনায়ক ও সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়কের। স্প্রিন্টে বোল্টের শ্রেষ্ঠত্ব স্বীকার করে কোহলি জবাব দিয়েছেন, ‘কোনও সন্দেহ নেই। এজন্যই তো আপনাকে আমাদের দলে এখন পেয়েছি।’

ডি ভিলিয়ার্স লিখেছেন, ‘যখন আমাদের দ্রুত কিছু রান করতে হবে তখন কাকে ডাকতে হবে আমরা জানি।’ বেঙ্গালুরু তো বোল্টকে ভারতে আমন্ত্রণ জানালো, ‘লালে আপনাকে বেশ মানিয়েছে লিজেন্ড! এবার ভারতের একটা ফ্লাইট ধরুন, আমরা অপেক্ষা করছি।’

প্রসঙ্গত, বেঙ্গালুরু যে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক কোম্পানির সঙ্গে সম্প্রতি চুক্তি করেছে, সেই পুমা কোম্পানির সঙ্গে বোল্টও চুক্তিবদ্ধ।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়