ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভেঙেই যাচ্ছে ফারদিনের ১৮ বছরের সংসার!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ৩০ জুলাই ২০২৩   আপডেট: ১৫:৪১, ৩০ জুলাই ২০২৩
ভেঙেই যাচ্ছে ফারদিনের ১৮ বছরের সংসার!

ছোটবেলার প্রেমিকা নাতাশা মাধওয়ানিকে বিয়ে করেন বলিউড অভিনেতা ফারদিন খান।  বেশ কিছু দিন ধরে শোনা গুঞ্জন উড়ছে, ভেঙে যাচ্ছে তাদের ১৮ বছরের সংসার। তবে তা গুঞ্জনেই সীমাবদ্ধ ছিল। এবার জানা গেল, সত্যি বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি।

টাইম অব ইন্ডিয়াকে একটি সূত্র বলেন— ‘এক বছরের বেশি সময় ধরে আলাদা থাকছেন ফারদিন খান ও নাতাশা। দুজনের মধ্যে সমস্যা তৈরি হওয়ার পর তা সামাল দিতে পারেননি। এখন আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ’

আরো পড়ুন:

ফারদিন তার মায়ের সঙ্গে মুম্বাইয়ে বসবাস করছেন। অন্যদিকে নাতাশা তার পরিবারের সঙ্গে লন্ডনে রয়েছেন। বিয়েবিচ্ছেদের বিষয়ে কথা বলতে নাতাশা ও ফারদিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।

নাতাশার আরেক পরিচয় তিনি বলিউডের প্রাক্তন অভিনেত্রী মুমতাজের কন্যা। ২০০৫ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাতাশা-ফারদিন। এ দম্পতির এক কন্যা এবং এক পুত্র সন্তান রয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়