ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাগুরায় ঐতিহ্যবাহী ঘোড় দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ৩১ ডিসেম্বর ২০২২  
মাগুরায় ঐতিহ্যবাহী ঘোড় দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ধলহরা গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌঁড় প্রতিযোগিতা।
প্রতিযোগীতায় এ বছর ১৬টি ঘোড়া অংশ নেয়।

গতকাল শুক্রবার বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে ধলহারা গ্রামের মাঠে উপস্থিত হয়েছিলেন কয়েক হাজার মানুষ। এছাড়া ঘোড় দৌঁড় উপলক্ষে আয়োজন করা হয় মেলারও।

আরো পড়ুন:

মেলা পরিচালনা কমিটির সভাপতি আতিয়ার ফকিরের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সমাজ সেবক আশরাফুজ্জামান হিসাম, আনিচুর রহমান খোকন, চাউলিয়া ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, নুর আমিন ফরাজি, মো. ফিরোজ আহম্মেদ প্রমুখ।

এবারের প্রতিযোগিতায় প্রথম হয়েছেন নড়াইল জেলার মো. অনিক মোল্লা। পুরস্কার হিসেবে তার হাতে ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়। এছাড়া দ্বিতীয় স্থান অধিকারী মো. কুদ্দুস শেখ ও মহম্মদপুর উপজেলার গাংনি গ্রামের হিরু শেখকে যথাক্রমে ১৫ হাজার ও ১০ হাজার টাকা দেওয়া হয়।

পরে মেলায় বিচার গান পরিবেশন করেন রাজবাড়ী জেলার মো. লিটন দেওয়ান ও নারগিস পারভিন।

শাহীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়