ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘মুক্তিপণ’ পেয়ে একজনকে ছাড়ার পর আরেকজনকে ‘অপহরণের’ অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ২৪ মার্চ ২০২৩  
‘মুক্তিপণ’ পেয়ে একজনকে ছাড়ার পর আরেকজনকে ‘অপহরণের’ অভিযোগ

টেকনাফে ৩ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে এক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার পর রহমত উল্লাহ (৩৮) নামের অপর একজনকে অপহরণের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে বলে জানা গেছে।

শুক্রবার (২৪ মার্চ) দুপুরে হ্নীলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

রহমত উল্লাহ (৩৮) হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ন্যাচারাল পার্ক এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। 

আরও পড়ুন: টেকনাফে কৃষক অপহরণ

ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, হ্নীলায় অপহরণ দিন দিন বাড়ছে। কিছুদিন আগে পাহাড়ি এলাকায় ক্ষেতে কাজ করতে যাওয়া মোহাম্মদ ছৈয়দ নামের এক ব্যক্তিকে অপহরণের ঘটনা ঘটে। চার দিন পর তিন লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে তাকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। কিন্তু ছৈয়দকে ছেড়ে দেওয়ার পর রহমত উল্লাহ নামের আরও একজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তারা ফোন করে পরিবারের কাছে  রহমত উল্লাহর মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করছে। 

আরও পড়ুন: টেকনাফে অপহৃত ৭ জন মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন

তিনি আরও জানান, আমি বিষয়টি র্যাবকে অবগত করেছি। ভুক্তভোগী পরিবার ও প্রশাসনের সহযোগিতা নিচ্ছে।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাসির উদ্দিন মজুমদার বলেন, অপহরণের ব্যপারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কিছুদিন আগে মোহাম্মদ ছৈয়দ অপহরণ হওয়ার পর থেকে তাকে উদ্ধারে পুলিশ ও র‌্যাব অভিযান শুরু করে। এতে চাপের মুখে পড়ে দুর্বৃত্তরা অপহৃত ব্যক্তিকে ছেড়ে দিয়েছে।

তিনি আরও জানান, নতুন করে আর কাউকে অপহরণ করা হয়েছে এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তারেকুর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়