ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লকডাউনের তৃতীয় দিনে রাজধানীতে গ্রেপ্তার ৫৮৭

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ২৫ জুলাই ২০২১  
লকডাউনের তৃতীয় দিনে রাজধানীতে গ্রেপ্তার ৫৮৭

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের তৃতীয় দিন রোববার (২৫ জুলাই) রাজধানীতে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় ৫৮৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ভ্রাম‌্যমাণ আদালতে ২৩৩ জনকে ১ লাখ ৯৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, ট্রাফিক বিভাগ ৫২১টি গাড়িকে ১২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার প্রধান মো. ইফতেখারুজ্জামান এসব তথ‌্য জানিয়েছেন।

পুলিশ জানায়, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত রমনা, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

লকডাউন কার্যকরে রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এর পাশাপাশি টহল ও ‌ভ্রাম‌্যমাণ আদালতের অভিযান চলছে।

ঢাকা/মাকসুদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়