ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লকডাউনে পিয়ংইয়ং

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৮, ২৫ জানুয়ারি ২০২৩  
লকডাউনে পিয়ংইয়ং

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে শ্বাসযন্ত্রের অজ্ঞাত রোগ বেড়ে যাওয়ায় পাঁচ দিনের লকডাউনের আদেশ দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার সিউল ভিত্তিক এনকে নিউজ একটি সরকারি বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ওই নোটিশে কোভিড -১৯ এর বিষয়টি উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে, শহরের বাসিন্দাদের রোববার পর্যন্ত তাদের বাড়িতে থাকতে হবে এবং প্রতিদিন একাধিকবার শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে হবে।

আরো পড়ুন:

উত্তর কোরিয়ার অন্যান্য অঞ্চল নতুন লকডাউন আরোপ করেছে কিনা তা অস্পষ্ট নয়।

উত্তর কোরিয়া ২০২২ সালে প্রথম কোভিড -১৯ প্রাদুর্ভাবের কথা স্বীকার করেছিল। কিন্তু আগস্টের মধ্যে ভাইরাসের বিরুদ্ধে তাদের বিজয় ঘোষণা করেছিল।  তবে দেশটি কখনোই করোনায় আক্রান্ত বা মৃতের সংখ্যা প্রকাশ করেনি।

মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সীমান্তের কাছে কায়েসোং শহর জনসাধারণের মধ্যে প্রচারণা জোরদার করা হয়েছে, ‘যাতে সমস্ত শ্রমজীবী মানুষ তাদের কাজ ও জীবনে স্বেচ্ছায় মহামারিবিরোধী নিয়মগুলি পালন করে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়