ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

লঙ্কা প্রিমিয়ার লিগ খেলার আগ্রহ ইরফানের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ১ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লঙ্কা প্রিমিয়ার লিগ খেলার আগ্রহ ইরফানের

ভারতের প্রাক্তন পেস অলরাউন্ডার ইরফান পাঠান শ্রীলঙ্কায় লঙ্কান প্রিমিয়ার লিগ খেলার আগ্রহ দেখিয়েছেন। এজন্য বিদেশী ক্রিকেটারদের নামের তালিকায় নিজের নাম তুলেছেন।

প্রথম লঙ্কান প্রিমিয়ার লিগের জন্য ৭০ জন বিদেশী ক্রিকেটার নিবন্ধন করেছেন। আগামী ২৮ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। পাঁচটি দল, কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। ৭০ জন বিদেশি ক্রিকেটার ছাড়াও লঙ্কা প্রিমিয়ার লিগে কাজ করতে রাজি হয়েছেন ১০ বিদেশি কোচ।

এ বছরের জানুয়ারিতে অবসর নেন ইরফান। প্লেয়ার্স ড্রাফটে নাম লিখানোর আগেই তার দল পাওয়ার সম্ভাবনা আছে। পাঁচটি দল মারকিউ খেলোয়াড় বেছে নিতে পারবেন। সেখানে ইরফানকে কেউ বেছে নিলে সরাসরি খেলার সুযোগ পাবেন। 

নিলামের মাধ্যমে খেলোয়াড়দের দলে ভেড়াবে ফ্র্যাঞ্জাইজিরা। সর্বোচ্চ ছয়জন বিদেশি ক্রিকেটার রাখা যাবে স্কোয়াডে। চারজন খেলানো যাবে একাদশে। ডাবল লিগ পদ্ধতিতে টুর্নামেন্টে ম্যাচ হবে ২৩টি। চারটি আন্তর্জাতিক ভেন্যু প্রেমাদাসা, রনগিরি, পাল্লাকেল্লে ও সুরিয়াওয়া মাহিন্দ্রা রাজাপাকসে স্টেডিয়ামে ম্যাচগুলি আয়োজন হবে।
জীবাণুমক্ত পরিবেশে লিগ শুরু করতে আশাবাদী শ্রীলঙ্কা ক্রিকেট। টুর্নামেন্টের উত্তেজনা বাড়াতে মাঠে ২০ ভাগ দর্শক ঢোকার অনুমতিও দেবে আয়োজকরা।

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়