ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লীলা’র ট্রেইলারে যেমন সানি লিওন (ভিডিও)

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ৬ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লীলা’র ট্রেইলারে যেমন সানি লিওন (ভিডিও)

সানি লিওন

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সানি লিওনের পরবর্তী এক পেহেলী লীলা সিনেমার ট্রেইলার মুক্তি পেয়েছে। এ ট্রেইলারে সাবেক এ পর্নো তারকাকে একজন আকর্ষণীয় রাজকুমারীর ভূমিকায় দেখা গেছে।

সিনেমাটির চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন ববি খান। এবং প্রযোজনা করেছেন ভূষণ কুমার ও কৃষ্ণা কুমার। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় কছেন জয় ভানুশালী, রাজনীশ দাগ্গাল, রাহুল দেবসহ অনেকে।

এ সিনেমায় সানি লিওনকে সালমান-ঐশ্বরিয়া জুটির বলিউডের বিখ্যাত ‘ডোলি তারো’ গানের সঙ্গে নাচতে দেখা যাবে। বলিউড পরিচালক সঞ্জয় লীলা বানসালি পরিচালিত হাম দিল দে চুকে সানম সিনেমা থেকে নেওয়া হয়েছে গানটি।

রাজকুমারীর চরিত্রে নাচের জন্য সানিকে প্রশিক্ষণ দিয়েছেন খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খান। সিনেমাটি চলতি বছরের ১০ এপ্রিল মুক্তি ভারতে মুক্তি পাবে।

 

এক পেহলী লীলা সিনেমার ট্রেইলার: 






রাইজিংবিডি/ঢাকা/৬ ফেব্রুয়ারি ২০১৫/মারুফ/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়