ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সবচেয়ে বেশি ‘লাইক’ পেয়েছে যে ভিডিও

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ২৯ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৫:৪১, ২৯ ডিসেম্বর ২০২০
সবচেয়ে বেশি ‘লাইক’ পেয়েছে যে ভিডিও

ফেসবুক, টিকটক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে প্রতিদিন অসংখ্য ভিডিও আপলোড করা হয়। এর মধ্যে যেগুলো নেটিজেনদের ভালো লাগে, সেগুলো স্বাভাবিকভাবেই বেশি ‘লাইক’ পায়। কিন্তু ইন্টারনেটে কোন ভিডিওটি সবচেয়ে বেশি লাইক পেয়েছে, তা জানা আছে কি? 

ইন্টারনেটে সবচেয়ে বেশি লাইকপ্রাপ্ত ভিডিওটি হচ্ছে, টিকটকের একটি ভিডিও। ভিডিওটি এ বছরই টিকটকে পোস্ট করা হয়েছে। ব্রিটিশ র‌্যাপার মিলি বি’র ‘এম টু বি’ গানটি টিকটকে লিপ সিঙ্ক করেন যুক্তরাষ্ট্রের টিকটকার বেলা পোয়ার্ক। তার এই ভিডিওটি ৪৫ মিলিয়ন লাইক পেয়েছে। যা ইউটিউব ও ইনস্টাগ্রামসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে সবচেয়ে বেশি লাইক পাওয়া ভিডিওর রেকর্ড গড়েছে।

অবাক ব্যাপার হলো, গানটির মূল শিল্পী মিলি বি নিজেও টিকটকে নিজস্ব ভার্সনে গানটি পোস্ট করেছিলেন, কিন্তু তার ভিডিওতে লাইকের সংখ্যা মাত্র ৪.৬ মিলিয়ন।  

পোয়ার্ক টিকটকে তার এই ভিডিওটি আপলোড করেছিলেন এ বছরের আগস্ট মাসে এবং টিকটকে তার এই ভিডিওটি লাইকের সংখ্যায় ইউটিউবের সবচেয়ে বেশি লাইকপ্রাপ্ত ভিডিওকে ছাড়িয়ে গেছে। ইউটিউবে সবচেয়ে লাইকপ্রাপ্ত ভিডিওটি হলো ডেসপাসিতো নামক একটি মিউজিক ভিডিও। ২০১৭ সালে ইউটিউব আপলোড করা এই ভিডিওটির লাইক সংখ্যা ৪১ মিলিয়ন। 

টিকটকে বেলা পোয়ার্কের ফলোয়ার সংখ্যা ৪৯.৪ মিলিয়ন। এ বছরের এপ্রিল মাসে টিকটকে তিনি প্রথম ভিডিও পোস্ট করেন এবং যেকোনো টিকটকারের তুলনায় সবচেয়ে দ্রুত বিপুল ফলোয়ার অর্জন করেছেন। 

বিশ্লেষকদের মতে, টিকটকের ভিডিও ইন্টারনেটে সবচেয়ে বেশি লাইকপ্রাপ্ত ভিডিও হয়ে ওঠায়, তা প্ল্যাটফর্মটির ব্যাপক প্রভাবকেই ইঙ্গিত দিচ্ছে। এমনকি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপকে পেছনে ফেলে ২০২০ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের খেতাব রয়েছে টিকটকের দখলে। যদিও চীনা মালিকানাধীন অ্যাপ হওয়ার কারণে এ বছর তাদের হাতছাড়া হয়েছে সবচেয়ে বড় বাজার ভারত। চীন-ভারত দ্বন্দ্বের জেরে এ বছরের জুনে টিকটককে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার। এছাড়া একই কারণে যুক্তরাষ্ট্রেও ব্যবসা নিয়ে সমস্যার মুখে রয়েছে টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স। এসব ধাক্কা সত্ত্বেও ২০২১ সালে বিশ্বব্যাপী টিকটকের মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ১.২ বিলিয়নে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়