ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাড়ি ভাড়া কর্তনের বিধান রহিত

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ২৮ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাড়ি ভাড়া কর্তনের বিধান রহিত

সংসদ প্রতিবেদক : সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের ১ জুলাই ২০১৫ হতে মূল বেতনের পাঁচ শতাংশ থেকে সাড়ে সাত শতাংশ হারে বাড়ি ভাড়া কর্তনের বিধান রহিত করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

 

বৃহস্পতিবার জাতীয় সংসদে ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

 

মন্ত্রী জানান, জাতীয় সংসদের সম্মানার্থে জাতীয় সংসদসহ অন্যান্য মন্ত্রণালয়/বিভাগে কর্মরত আবাসনপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীদের হাউজ রেন্ট বঙ্গ ভবনের ন্যায় সিলিং নির্ধারণ করে দেওয়ার বিষয়ে আপাততঃ কোন পরিকল্পনা নেই।

 

তবে গত ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখে জারিকৃত জাতীয় বেতন স্কেল/২০১৫-এর অনুচ্ছেদ ১৭(৩)-এ আবাসনপ্রাপ্ত সরকারি কর্মকর্তা/কর্মচারীদের বাড়ি ভাড়া কর্তনের বিষয়ে নির্দেশনা রয়েছে।
এ সময় মন্ত্রী সরকারের জারিকৃত নির্দেশনাটিও তুলে ধরেন। নির্দেশনায় বলা হয়েছে,‘আপাততঃ বলবৎ এতদসংক্রান্ত অন্য কোন বিধি-বিধানে যা কিছুই থাকুক না কেন, যে সকল কর্মচারী সরকারি বাসস্থানে বসবাস করেন, ১ জুলাই ২০১৫ হতে তাদের মূল বেতনের ৫ শতাংশ থেকে ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়ি ভাড়া কর্তনের বর্তমান বিধানাবলী রহিত করা হল।’



 

রাইজিংবিডি/ঢাকা/২৮ জানুয়ারি ২০১৬/এনআর/নওশের

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়