ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দুই সপ্তাহে রেমিট্যান্স এসেছে ১২৬ কোটি ডলার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ১৯ জুলাই ২০২১  
দুই সপ্তাহে রেমিট্যান্স এসেছে ১২৬ কোটি ডলার

ঈদুল আজহার আর মাত্র এক দিন বাকি। ঈদকে সামনে রেখে প্রবাসীরা অন‌্য সময়ের তুলনায় বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন দেশে। ফলে, চলতি মাসের প্রথম দুই সপ্তাহে দেশে রেমিট্যান্স এসেছে ১২৬ কোটি ৪২ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১০ হাজার ৭০০ কোটি টাকার বেশি। গত জুন মাসে প্রবাসীরা ১৯৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।

সোমবার (১৯ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

চলতি মাসের প্রথম ১৫ দিনে ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি ৩৮ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। রেমিট্যান্স আনার তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ডাচ-বাংলা ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে ১৬ কোটি ৯২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। তৃতীয় অবস্থানে থাকা অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ৭৬ লাখ ডলার এবং চতুর্থ অবস্থানে থাকা সোনালী ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৬৪ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, ২০২০-২১ অর্থবছরে দেশে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি  ৭৭ লাখ ডলার বা ২ লাখ ১০ হাজার ৬১০ কোটি টাকা। যা আগের অর্থবছরের চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরে ১ হাজার ৮২০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। এছাড়া, ২০১৮-১৯ অর্থবছরে ১ হাজার ৬৪২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে দেশে। রেমিট্যান্স আহরণের পরিমাণ প্রতি অর্থবছরেই বাড়ছে।

ব্যাংকাররা বলছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের নানাভাবে উৎসাহ দিচ্ছে সরকার। ২০১৯ সালের ১ জুলাই থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। ফলে, কোনো প্রবাসী ১০০ টাকা দেশে পাঠালে ১০২ টাকা দেওয়া হচ্ছে। তাছাড়া, কিছু ব্যাংক সরকার ঘোষিত ২ শতাংশের সঙ্গে আরও ১ শতাংশ যোগ করে মোট ৩ শতাংশ প্রণোদনা দিচ্ছে। এ কারণে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ পাচ্ছেন প্রবাসীরা। এর ধারাবাহিকতায় দিন দিন রেমিট্যান্সের প্রবাহ বাড়ছে। তাছাড়া, ঈদকে সামনে রেখে নগদ টাকার প্রয়োজন হয়। পরিবার-পরিজন দেশে থাকায় ঈদকে সামনে রেখে বেশি রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। এ কারণে চলতি মাসেও রেমিট্যান্সে রেকর্ড হওয়ার সম্ভাবনা আছে।

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়