ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাউন্টেন কনজ্যুমার লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ১০ জুলাই ২০২৫  
মাউন্টেন কনজ্যুমার লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা

রাজধানীর উত্তরা দক্ষিণখান থানা এলাকায় মিথ্যা প্রচারণা ও প্রতারণার মাধ্যমে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কসমেটিক পণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে মাউন্টেন কনজ্যুমার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

ডিএমপি জানায়, প্রতিষ্ঠানটি ‘অর্গানিক হেয়ার অয়েল’ নামে বিপজ্জনক ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পণ্য বাজারজাত করে আসছিল। যা ভোক্তাদের প্রতারিত করার শামিল।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. আল ইমরানের নেতৃত্বে এবং দক্ষিণখান থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

ডিএমপির মিডিয়া শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান জানান, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা অধিকার লঙ্ঘনের একাধিক প্রমাণ পাওয়া গেছে। তাই সংশ্লিষ্ট আইনে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন প্রতারণামূলক পণ্যের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সাধারণ নাগরিকদের সতর্ক থাকার এবং এ ধরনের প্রতারক প্রতিষ্ঠানের বিষয়ে তথ্য পেলে ৯৯৯ বা সংশ্লিষ্ট থানাকে অবহিত করার জন্য আহ্বান জানিয়েছে ডিএমপি।

ঢাকা/মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়